ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

সাকিবের 'টাইম আউট' সিদ্ধান্ত নিয়ে অদ্ভুদ কথা বললেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৬ ২০:৩৯:৪৫
সাকিবের 'টাইম আউট' সিদ্ধান্ত নিয়ে অদ্ভুদ কথা বললেন মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 'টাইম আউট'-এর শিকার হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এর পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা। এমন আউটের জন্য বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের কাছে আবেদন জানালে অনেকেই তার দিকে তোপ ছুড়তে থাকে। এবার এ বিষয়ে মুখ খুললেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

এমসিসি আইনের নিয়ম ৪০.১.১ অনুসারে, 'যে ব্যাটসম্যান আউট বা অবসর নেওয়ার পরে ব্যাটসম্যান বা অন্য কোনও ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বল মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন তিনি আউট হতে বাধ্য।

তবে বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এ ক্ষেত্রে সময় ২ মিনিট। এই দিন, ম্যাথুস উভয় অতিক্রম করেছেন. ফলে বাংলাদেশের আপিলের পর আম্পায়াররা তাকে আউট দেন।

এমসিসির প্রণীত আইনের বাস্তবায়ন দেড়শ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে। কিন্তু অন্য অনেক নিয়মও প্রায়ই দেখা যায় ক্রিকেট মাঠে। সদ্য কার্যকর হওয়া আইনের কারণে মানুষ 'স্পিরিট অব ক্রিকেট' ম্যাচ করে ফেলছে। যা সরাসরি ক্রিকেট আইনের পরিপন্থী! এত বছর পর 'টাইম আউট' বাস্তবায়ন দেখে বিধায়করা গর্বিত হতেন বলে মন্তব্য করেন মাশরাফি।

ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক টাইগার তার ফেসবুক পোস্টে লিখেছেন, "প্রায় ১৫০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৯,৬৫৭ তম ম্যাচে প্রথমবার আউট।" এত বছর আগে যারা আইন তৈরি করেছিলেন তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্ব করতেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ