ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এইমাত্র পাওয়াঃ বিশ্বকাপের মাঝপথেই বরখাস্ত পুরো ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৬ ১১:১৮:৩০
এইমাত্র পাওয়াঃ বিশ্বকাপের মাঝপথেই বরখাস্ত পুরো ক্রিকেট বোর্ড

মাঠে চলছে ক্রিকেট বিশ্বকাপ। দেশের ক্রিকেটাররা সেখানে বসবাস করছেন। সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনো কাগজে কলমে। তবে এমন সময়ে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক পারফরম্যান্সের পর পুরো বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী কমিটিও করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের বিপক্ষে ৩০২ রানের বড় পরাজয়ের পর শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় রানিং বোর্ড বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে "অবিশ্বাসী ও দুর্নীতিগ্রস্ত" বলে অভিহিত করেছেন এবং বলেছেন বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরই পদত্যাগ করেন ক্রিকেট বোর্ড সচিব। আর দুদিন পরেই বেরিয়ে এল পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্তের নতুন সিদ্ধান্ত।

এদিকে পুরনো কমিটি বরখাস্তের পরপরই সাত সদস্যের নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা, যিনি শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জয় করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এসআই ইমাম, রোহিনী মারাসিংহে এবং ইরানগানি পেরেরা, আইনজীবী রাকিতা রাজাপাকসে এবং ব্যবসায়ী হিশাম জামালদিন।

এর আগে শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা পদত্যাগ করেছিলেন। কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন এসএলসি সচিব। দলের ব্যর্থতায় তিনি পদ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া গত শুক্রবার শ্রীলঙ্কার কোচিং স্টাফ-নির্বাচকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল এসএলসি। যেখানে কুশল মেন্ডিসের দলের লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বিশেষ করে, ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের জন্য কোচিং স্টাফ ও নির্বাচকদের কাছে যথাযথ ব্যাখ্যা দাবি করেছেন তিনি।

এসএলসি প্রেরিত প্রেস রিলিজ অনুযায়ী, এসএলসি ম্যানেজমেন্ট কখনই দল গঠনে হস্তক্ষেপ করে না। তারা কোচিং স্টাফ ও নির্বাচকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে। তারপরও বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে শ্রীলঙ্কার পরাজয় ও অগ্রগতির কারণ ব্যাখ্যা করা দরকার।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ