ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ব্যাটিং বিপাকে বাংলাদেশ, দেখে নিন স্কোর আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০৪ ১২:০৮:৪৮
ব্যাটিং বিপাকে বাংলাদেশ, দেখে নিন স্কোর আপডেট

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ নারী দলের এখন ওয়ানডে মিশন। তবে সিরিজ জয়ের প্রত্যয়ে খেলা প্রথম ওয়ানডেতে সফরকারী দলের স্পিন ঝড়ে ইনিংসের ৩২তম ওভারে মাত্র ৮১ রানে আউট হয় টাইগ্রেস।

শনিবার (৪ নভেম্বর) মিরপুরে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে লাল-সবুজরা। ইনিংসের অষ্টম ওভারে সাদিয়া ইকবালের স্পিনের জালে ধরা পড়েন ওপেনার শামীমা সুলতানা। দল ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর, প্রথম পাওয়ার প্লেতে টাইগ্রেসরা আরও দুটি উইকেট হারায়।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক জ্যোতি ও স্বর্ণা প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করেন। তবে এই জুটি থেকে মোট ১০ রান এসেছে। ইনিংসের ১৪তম ওভারে স্বর্ণা সাদিয়ার লেগ বি-ফোর-এ ফাঁদে পড়েন এবং সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২ রান করে।

এরপর ১৩ রানে জ্যোতিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান পাকিস্তান অধিনায়ক। ডানহাতি স্পিনারের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফিরে যান টাইগ্রেস অধিনায়ক।

৪৭ রান করে দল যখন ফেরে, তখন বাকি ব্যাটসম্যানরা এদিক-ওদিক এগোতে ব্যস্ত। শেষ পর্যন্ত সফরকারী দলের স্পিনাররা ৩১.৫ ওভারে ৮১ রানে কমিয়ে দেয় লাল-সবুজদের।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন সাদিয়া। তিনটি করে উইকেট নেন নিদা ও উম্মে হানি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ