ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

২ ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরলেন বিসিবি সভাপতি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০২ ১১:৩৩:৩০
২ ম্যাচ বাকি থাকতেই দেশে ফিরলেন বিসিবি সভাপতি

ভারতের বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ভালো হয়নি। লোকসানের বৃত্তে ঘুরে বেড়াচ্ছে টাইগাররা। বিশ্বকাপে তাদের এখনো দুটি ম্যাচ বাকি। তবে ওই দুই ম্যাচ না দেখেই দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নেদারল্যান্ডস ম্যাচের আগে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ভারতে গিয়েছিলেন পাপনসহ বোর্ডের অনেক কর্মকর্তা। এরপর ডাচদের হাতে শোচনীয় পরাজয় ঘটে। সব মিলিয়ে সমস্যায় পড়েছে পাকিস্তানও। এই দুটি পরাজয়েরই সাক্ষী ছিলেন বিসিবি কর্তারা।

দলের এমন বাজে অবস্থায় দেশে ফিরেছেন পাপন। বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগের প্রধান জালাল ইউনিস চৌধুরী ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

গতকাল তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। এর আগে তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, দলের এমন দুঃসময়ে ক্রিকেটারদের সঙ্গে আছে বিসিবি। ক্রিকেটারদের যেকোনো প্রয়োজনে তিনি সেখানে থাকবেন।

এদিকে বাংলাদেশ দলও গতকাল কলকাতা থেকে রওনা হয়েছে। তার পরবর্তী চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। দিল্লিতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ