ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

তামিম ছাড়া ‘ভুল সিদ্ধান্তে ডুবেছে বাংলাদেশ’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০২ ১১:২৩:১৯
তামিম ছাড়া ‘ভুল সিদ্ধান্তে ডুবেছে বাংলাদেশ’

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান বলেছেন, এবারের বিশ্বকাপ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে হবে তাতে দ্বিমত করবেন না তিনি। আসলে বাংলাদেশ অধিনায়কের তেমন সুযোগ ছিল না। ভারত বিশ্বকাপে বাংলাদেশ কতটা বাজে খেলেছে তা সাকিবের কথাতেই স্পষ্ট।

কিন্তু দেশ ছাড়ার আগে ভক্তদের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখিয়েছিলেন সাকিবরা। পরিচিত কন্ডিশনে খেলে তারা নিজেদেরকে ছাড়িয়ে যেতে আগ্রহী ছিল। বিশ্বকাপে ঠিক উল্টো ঘটনা ঘটেছে। বাংলাদেশ সাত ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে প্রথম সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে। সাবেক এই অলরাউন্ডার মনে করেন, সাকিবের পারফরম্যান্সে ক্রিকেটারদের সামর্থ্য কমে না, আরেকটা সমস্যা আছে।

বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে ইরফান স্টার স্পোর্টসে বলেন, 'বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে। কিন্তু দল হিসেবে একসঙ্গে পারফর্ম করতে পারছেন না ওই ক্রিকেটাররা। মানে সামর্থ্যের অভাব বাংলাদেশ দলের সমস্যা নয়। এই গ্রুপের অন্যান্য সমস্যাও আছে। বাংলাদেশ ক্রিকেটকে এখন মাঠে ও মাঠের বাইরে সমস্যা সমাধানে মনোযোগ দিতে হবে।

বিশ্বকাপে মাঠে ভালো পারফরম্যান্স করতে না পারার কারণে বিশ্বকাপের আগে মাঠের বাইরের ঘটনায় বেশ বিপাকে বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্রিকেটে এমন চিত্র প্রায়ই দেখা যায়। এদেশে ক্রিকেট নিয়ে মাঠের চেয়ে মাঠের বাইরে নানা বিষয়ে বেশি আলোচনা হয়। এই বিশ্বকাপে যাওয়ার আগে তামিম ইকবালের দলে না থাকা নিয়ে একটা বড় বিষয় সামনে এসেছিল।

বলাই বাহুল্য, মাঠের বাইরের এসব ঘটনা বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। ইরফান মনে করেন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সব ভুল ও বাজে সিদ্ধান্তের কারণেই এদেশের ক্রিকেট ডুবে যাচ্ছে। পাশাপাশি তামিমের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা মোটেও ন্যায্য নয় বলে মনে করিয়ে দেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার।

ইরফান বলেন, 'আমি সব সময়ই বলি, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের ভুল ও বাজে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট ডুবে যাচ্ছে। আমরা তার মাঠের বাইরের সমস্যার কথা জানি। বিশ্বকাপে বাংলাদেশ দলে নেই কেন তামিম ইকবাল? তামিমের এই দলে থাকা উচিত ছিল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ