ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বিশাল দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০১ ১৭:০৩:০১
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই বিশাল দুঃসংবাদ অস্ট্রেলিয়া শিবিরে

ইনজুরির কারণে পুরোপুরি ফিট না হলেও বিশ্বকাপ যাত্রায় অস্ট্রেলিয়ার সঙ্গী হন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এরপর বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। এরপর ম্যাক্সওয়েল তার চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেন এবং বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির (৪০ বলে) রেকর্ড গড়েন। ফের চোট পেলেন এই তারকা ক্রিকেটার। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি।

ম্যাক্সওয়েলের চোট ক্রিকেট মাঠে নয়, গলফ খেলার সময় তার মাথায় হয়েছিল। যার কারণে ৪ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না তিনি। তিন দিন পর (৭ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে প্যাট কামিন্সের ম্যাচ। একই দিনে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ম্যাক্সওয়েলের।

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেদিনও কার্যকরী ইনিংস খেলেছিলেন এই তারকা অলরাউন্ডার। ২৪ বলে ৪১ রান করে কিউই সেঞ্চুরি-জয়ী রচিন রবীন্দ্রের গুরুত্বপূর্ণ উইকেট নেন। পরে আজিরা ম্যাচ জিতে নেয় ৫ রানে। এর পর আজিরা কিছুদিন বিরতি পান। সেই বিরতির সময় ওজি দলের বেশ কয়েকজন গলফ খেলতে গিয়েছিল। খেলা শেষে ফিরতে গলফ কোর্টের গাড়িতে বসেন ম্যাক্সওয়েল। হঠাৎ সেখান থেকে পড়ে যান তিনি।

জানা যায়, মাথায় চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। নতুন কনকশন নিয়ম অনুযায়ী তাকে আগামী ৬-৮ দিন বিশ্রামে থাকতে হবে। গত বছর অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক জস ইঙ্গলিস ও ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো গলফ খেলতে গিয়ে চোট পান। দুজনই গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি।

গত ১২ মাসে দুবার চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। গত নভেম্বরে একটি প্রাইভেট পার্টিতে অংশ নেওয়ার সময় অলরাউন্ডার ইনজুরিতে পড়েছিলেন, যেখান থেকে বিশ্বকাপের আগে সেরে উঠছেন এই অলরাউন্ডার।

ম্যাক্সওয়েলের নতুন ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘সে তার ইনজুরির ব্যাপারে সৎ ছিল। তিনি ভালো করছেন এবং আজ হালকা ব্যায়াম করবেন। সৌভাগ্যবশত, তিনি বড় কোনো আঘাত পাননি। ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ