ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মেসিকে নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের অস্থির স্ট্যাটাসে তোলপাড় গোটা বিশ্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ নভেম্বর ০১ ১১:৩৮:৩৮
মেসিকে নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের অস্থির স্ট্যাটাসে তোলপাড় গোটা বিশ্ব

প্যারিসের রাতে আবারও বিশ্বের সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন লিওনেল মেসি। ফিফার পর এবার ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অর খেতাবও জিতেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এটি ছিল তার অষ্টম ব্যালন। ৩৬ বছর বয়সেও এই পুরস্কার মেসি কতটা প্রতিভাবান তার উদাহরণ।

মেসি তার ক্যারিয়ারে বেশ কয়েকবার বিরোধী কোচ বা খেলোয়াড়দের কাছ থেকে সম্মান পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীরা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে অভিহিত করেছে। তবে এবার সম্মান বেশি। মেসির দেশ আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর ব্রাজিলের প্রেসিডেন্ট মেসি ব্যান্ডানা পরতে ব্যস্ত! শুধু তাই নয়, নিজ দেশের খেলোয়াড়দেরও মেসির কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলা হয়।

মেসি ব্যালন ডি’অর জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (আগের টুইটার) পোস্টে এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আর এই নিয়ে রাতারাতি বিতর্কের জন্ম দিয়েছে। নিজের অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি লিখেছেন, 'ব্রাজিলের খেলোয়াড়দের উচিত মেসিকে অনুপ্রেরণা হিসেবে নেওয়া। ৩৬ বছর বয়সে, বিশ্ব চ্যাম্পিয়ন লিও ব্যালন ডি'অর সহ সবকিছু জিতেছেন। এই তরুণদের উৎসর্গ থেকে মেসির অনুপ্রেরণা নেওয়া উচিত।

ব্রাজিলিয়ান খেলোয়াড়রা তাদের সাবলীল প্রকৃতির জন্য অপরিচিত নয়। ব্রাজিলিয়ান তারকাদের প্রায়ই পার্টি বা অন্যান্য অনুষ্ঠানে দেখা যায়। ব্রাজিলের প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দিয়েছেন, "কেউ যদি ব্যালন ডি'অর জিততে চায়, তাকে আত্মত্যাগ করতে হবে, তাকে আরও পেশাদারিত্ব দেখাতে হবে।" এটা একটা পার্টির সাথে যায় না, এটা একটা নাইট আউটের সাথে যায় না।'

লিওনেল মেসি সবসময় মাঠের বাইরে তার সংগঠিত আচরণের জন্য পরিচিত। মাঠের বাইরেও আধিপত্য বজায় রেখেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ৩৬ বছর পর দলকে বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। অন্যদিকে ব্রাজিল অধরা বিশ্বকাপের খোঁজে। গত দুই দশকে সোনার ট্রফি ছুঁতে পারেননি তিনি। ২০০৭ সালে রিকার্ডো কাকা থেকে ব্রাজিলিয়ান ফুটবলাররা কখনো ব্যালন ডি'অর জেতেনি। তাই প্রেসিডেন্ট লুলার ক্ষোভ অযৌক্তিক নয়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ