ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সমানে সমানঃ বাংলাদেশের-০১; পাকিস্তান-০১

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩১ ১১:০৭:৫৩
সমানে সমানঃ বাংলাদেশের-০১; পাকিস্তান-০১

ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে এখন পর্যন্ত একটি জয়ের বিপরীতে টানা পাঁচটি পরাজয়ের সাক্ষী বাংলাদেশ। অন্যদিকে দুই জয়ের পর টানা চার দেখেছে দ্য গ্রিন ম্যানরা। তাই এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য ঘুরে দাঁড়ানো।

এদিকে বিশ্ব মঞ্চে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলই একবার করে ম্যাচ জিতেছে।

১৯৯৯ সালে, বাংলাদেশ যখন প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল তখন এই ঘটনাটি তৈরি হয়েছিল। পরাক্রমশালী পাকিস্তানকে ধ্বংস করে ৬২ রানে জিতেছে টাইগাররা।

ইংল্যান্ডের নর্দাম্পটনে অনুষ্ঠিত ওই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। আকরাম খানের ৪২, শাহরিয়ার হোসেনের ৩৯ ও খালেদ মাহমুদের ২৭ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৩ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। এরপর দারুণ বোলিং নৈপুণ্যে ৪৪ দশমিক ৩ ওভারে পাকিস্তানকে ১৬১ রানে গুটিয়ে দেয় টাইগার বোলাররা। ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন খালেদ মাহমুদ।

বাংলাদেশের কাছে পরাজিত হলেও আসরের ফাইনাল খেলে পাকিস্তান। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় দ্য গ্রিন ম্যানরা।

এরপর চারটি বিশ্বকাপে দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। ২০ বছর পর ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে দেখা হয় বাংলাদেশ-পাকিস্তানের। ওই ম্যাচে ৯৪ রানে বাংলাদেশকে হারায় পাকিস্তান।

এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৮ বার মুখোমুখি হয়েছে সাকিব ও বাবর বাহিনী। এর মধ্যে বাংলাদেশের জয় পাঁচটিতে এবং পাকিস্তানের জয় ৩৩। গত সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে সর্বশেষ দেখা হয়েছিল দুই দলের। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ