ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পাকিস্তান ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে চরম দুঃসংবাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ২১:২১:২৮
পাকিস্তান ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে চরম দুঃসংবাদ

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে সন্ধ্যায় আনুষ্ঠানিক অনুশীলন করে টাইগাররা। একই সময়ে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে চোট পান সাকিব আল হাসান।

সাকিব মূলত ঘাড়ে চোট পেয়েছেন। তারপর ইন্টারনেটে ফিজিওকে ফোন করেন। শাকিবের ঘাড়ের চিকিৎসায় ফিজিও কিছু সময় নেন। কিন্তু তারপরও কিছুটা অস্বস্তি বোধ করছিলেন বাংলাদেশ অধিনায়ক। এ সময় সাকিবকেও গলায় স্প্রে করতে দেখা যায়।

দশ মিনিট চিকিৎসার পর আবারও নেটে ব্যাট করতে নামেন সাকিব। এরপর স্বস্তিতে ব্যাট করেন। তাই এই মুহূর্তে মনে হচ্ছে তার চোট গুরুতর নয়। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে তার কোনো সমস্যা হবে না।ফ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ