ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এইমাত্র পাওয়াঃ বাংলাদেশ ম্যাচের আগেই পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ২০:৪৩:৪৯
এইমাত্র পাওয়াঃ বাংলাদেশ ম্যাচের আগেই পদত্যাগ করলেন পাকিস্তানের প্রধান নির্বাচক

বাবর আজমারা অনেক প্রত্যাশা নিয়ে ভারতে আসলেও হতাশ হয়েছেন। এবার আরেকটি দুঃসংবাদ শুনতে হলো পাকিস্তানকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই পদত্যাগ করেছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

মূলত স্বার্থের সংঘাতের কারণেই পদত্যাগ করেন ইনজামাম। ক্রিকেটারদের এজেন্টের মালিকানাধীন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটার বাছাইয়ে ওই ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইনজামাম 'ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড' নামের একটি কোম্পানির অংশীদার। ওই কোম্পানির মালিক তালহা রহমানী। তিনি রহমানি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন আফ্রিদি সহ অনেক পাকিস্তানি ক্রিকেটারের এজেন্ট।

তাই প্রশ্ন উঠেছে ইনজামামের মতে, পাকিস্তানের দলের নির্বাচনে ওই কোম্পানির মালিকের হাত থাকতে পারে। এছাড়া গত কয়েকদিন ধরে ক্রিকেটারদের বার্ষিক চুক্তি নিয়েও পিসিবির সঙ্গে বিরোধ চলছে। এমন সময় এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়।

বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ একটি জাতীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, কোম্পানির সঙ্গে ইনজামামের যোগসাজশ তদন্ত করা হবে। ইনজামামকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আশ্বাস দেন তিনি। এর পর বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

সোমবার ইনজামামকে পিসিবি কার্যালয়ে ডাকা হয়। সেখানে জাকার সঙ্গে তার আলাপ হয়। এরপর প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেন ইনজামাম। তবে তার জায়গায় কে দায়িত্ব নিচ্ছেন সে বিষয়ে কিছু জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ