ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘আমিও পারফর্ম করতে চাই’, দর্শকদের কাছে দোয়া চাইলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ২০:০৫:৫৯
‘আমিও পারফর্ম করতে চাই’, দর্শকদের কাছে দোয়া চাইলেন সাকিব

সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাকিব আল হাসান বলেন, "মাঝে মাঝে আপনার হাসতে হয়।" কিন্তু তার দলের মুখের হাসি এখন একেবারেই বেমানান।

বিশ্বকাপের ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পাওয়া দল নিয়ে রয়েছে নানা প্রশ্ন।এই জবাব দিতেই পরপর দুই সংবাদ সম্মেলনে আসেন সাকিব, শুরুতে কোনোমতে মিডিয়াকে এড়িয়ে যান। মাঝে মাঝে দেশে ফিরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে ওয়ার্ক আউট করতেন। ফেরার সময় ১৫ বলে ৪ রান করেন তিনি।

এই বিশ্বকাপে ব্যাট হাতে মোটেও ভালো সময় যাচ্ছে না তার। গতবার ৯ ম্যাচে ৬০৬ রান করা এই অলরাউন্ডার ৫ ম্যাচে মাত্র ৬১ রান করেছিলেন। দর্শকদের প্রত্যাশা বাড়াবেন শাকিব।

এ বিষয়ে বাংলাদেশি অধিনায়ককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমিও প্রতিবাদ করতে চাই।’ তখন সাংবাদিকের পাল্টা প্রশ্ন ছিল কীভাবে? জবাবে সাকিব বলেন, আমিও সেই পথ খোঁজার চেষ্টা করছি।

বিশ্বকাপে সাকিবের সঙ্গে ভালো সময় যাচ্ছে না দলের। ছয় ম্যাচে জয় মাত্র একটি। গত ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল। বিশ্বকাপে এখন তিন ম্যাচ বাকি। দলের উদ্দেশ্য কী?

জবাবে সাকিব বলেন, উদ্দেশ্য আগামীকালের ম্যাচ খেলে জেতার চেষ্টা করা। নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছে। দুটি পয়েন্ট বিবেচনা করা যেতে পারে। আমরা যথা সাধ্য চেষ্টা করবো. ,

"আমরা এটি নিয়ে আলোচনা করেছি, একটি টিম মিটিং করেছি। আমরা বসে বসে আলোচনা করেছি কীভাবে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। তবে আমাদের এটি কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে। যদি এটি কাজ না করে তবে কথা বলে কোন লাভ নেই।" মাঠে সবাইকে দেখাতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ