ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাঝে মাঝে হাসিরও প্রয়োজন হয়: এ কোন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ১৯:৪৯:১৮
মাঝে মাঝে হাসিরও প্রয়োজন হয়: এ কোন সাকিব

নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সিরিয়াস দেখাচ্ছিলেন সাকিব। ডাচদের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের স্মৃতি এখনো তাজা। কিন্তু আজ পাকিস্তান ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন সাকিবকে। খুব খুশি মেজাজে কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।

শুরু থেকেই সাবলীলভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সাকিব। অবশেষে কনফারেন্স রুম থেকে বের হওয়ার আগে সবার উদ্দেশে একগাল হাসি দিয়ে সাকিব বলেন, 'মাঝে মাঝে আপনারও হাসির দরকার হয়।'

এর আগে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের টানা চার পরাজয় কি বাংলাদেশকে ম্যাচ জিততে সাহায্য করবে নাকি প্রতিপক্ষের খারাপ সময়ের সুযোগ নিতে পারবে বাংলাদেশ? জবাবে সাকিব বলেন, 'তারা একই কথা বলতে পারে আমরাও পাঁচ ম্যাচ হেরে বসে আছি। এটা তাদের সুবিধা। আপনি কি বলেন? (হাসি)'।

বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ। তাই এই মুহূর্তে টাইগারদের লক্ষ্য বদলে গেছে। বর্তমানে সাকিবের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। কারণ বিশ্বকাপের সেরা আটটি দলই খেলতে পারবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ