ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এইমাত্র শেষ হলো আফগানিস্তান-শ্রীলংকার মধ্যকার টস, দেখে নিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ১৪:১৬:২৪
এইমাত্র শেষ হলো আফগানিস্তান-শ্রীলংকার মধ্যকার টস, দেখে নিন ফলাফল

বিশ্বকাপের লিগ পর্বে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে যাবে। এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক।

সোমবার (৩০ অক্টোবর) পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ পর দুই জয় ও তিন হারে সমান ৪ পয়েন্ট শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। রান রেটের দিক থেকে আফগানদের চেয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। সপ্তম স্থানে রয়েছে আফগানি।

পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকা চারটি দলের রয়েছে ১০ ও ৮ পয়েন্ট। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে যে দল জিতবে তারা পাবে ৬ পয়েন্ট। শেষ তিনটি ম্যাচে জয়ী দল ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে লড়বে। পরাজিত দল যদি শেষ তিনটি ম্যাচ ৪ ব্যবধানে জিততে পারে তাহলে তাদের ১০ পয়েন্ট জমবে। এরপর অন্য দলের সঙ্গে সেমিফাইনালে খেলার সুযোগ পাবে তারা।

শ্রীলঙ্কা তাদের প্রথম তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের মুখে পড়ে। হ্যাটট্রিক হারের পরও হাল ছাড়েনি লঙ্কানরা। নেদারল্যান্ডের পর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতায় ফিরেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার মতো আফগানিস্তানেরও বিশ্বকাপ মিশনে খারাপ শুরু হয়েছিল। কিন্তু লঙ্কার মতো হ্যাটট্রিক হার নয়, প্রথম দুই ম্যাচে বাংলাদেশের পর ভারতের কাছেও হারের মুখে পড়তে হয়েছে আফগানদের। হ্যাটট্রিক হার এড়িয়ে তৃতীয় ম্যাচে জিতেছে আফগানিস্তান। ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে বিপর্যয় সৃষ্টি করে তারা। নিউজিল্যান্ডের কাছে হারের পর শেষ ম্যাচে আরও একবার চমক দেখাল আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ