ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

“আমি কোনো ধরনের চাপ অনুভব করিনি”

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ১১:৫০:০২
“আমি কোনো ধরনের চাপ অনুভব করিনি”

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নাটকীয় ৫ রানের জয়ে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরি। চলতি মৌসুমে প্রথমবারের মতো একাদশে ফিরলেও দুর্দান্ত এই ইনিংস খেলতে কোনো চাপ অনুভব করেননি তিনি।

মাত্র ছয় সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় কব্জি ভাঙার পরে দলে ফিরে আসা ২৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ৬৭ বলে ১০টি চার ও সাত ওভারের সাহায্যে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারের (৮১) সঙ্গে ১৭৫ রানের জুটি গড়েন তিনি। এই জুটিতে অস্ট্রেলিয়া ৩৮৮ রানের বড় ইনিংস খেলতে সফল হয়। বড় রান তাড়া করতে ব্যর্থ নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে খেলেননি হেড। তবে তার ওপর পুরো নির্বাচক কমিটির আস্থা ছিল। যে কারণে চোট থাকা সত্ত্বেও তাকে দলে রেখে বেশ সাহসী ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়া।

নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচে মিচেল মার্শকে নিয়ে ইনিংস শুরু করেছিলেন ওয়ার্নার। সেই ম্যাচে ফেরার কথা ছিল হেড। ওয়ার্নার ও মার্শ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ২৫৯ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়েন।

মাঠে নিজেকে প্রমাণ করা হেড বলেন, ‘আমি কোনো চাপ অনুভব করিনি। কোনও সন্দেহ নেই যে কোনও দলের সদস্য হওয়া কখনও কখনও অস্বস্তিকর। আমি মনে করি এখানে বেশ কিছু বিষয় জড়িত আছে।

এখানে নিজেকে মানসিকভাবে শক্ত রাখা জরুরি। দলের যখন মাঠে ফিরতে হবে তখন এমন ইনিংস খেলতে পেরে আমি খুবই খুশি। আমি ব্যক্তিগতভাবে কোনো চাপ অনুভব করিনি।

আমি শুধু আমার স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছিলাম এবং দলের জয়ে অবদান রাখতে চেয়েছিলাম। এক পর্যায়ে আমাকে আক্রমণাত্মক হতে হয়েছিল। সেখানে কেউ ঝুঁকি নিতে চায়নি। আশা করি পরের তিন ম্যাচে এই ক্যাচ অব্যাহত থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ