ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এইমাত্র পাওয়াঃ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ১১:৩৫:৪৬
এইমাত্র পাওয়াঃ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

বাংলাদেশ দল যখন বিশ্বকাপে লড়াই করছে, তখন দেশের ক্রিকেটকে কিছুটা স্বস্তি দিচ্ছে নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। এই প্রথম দেশের বিপক্ষে সিরিজ জিতেছে তারা। চট্টগ্রামে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজের পর এবার টার্গেট ওয়ানডে ফরম্যাট।

নাদিয়া দার-আলিয়া রিয়াজরা আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ৪ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ০৭ তারিখে এবং তৃতীয় ম্যাচটি হবে ১০ তারিখে। সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ঘোষিত দলে বড় কোনো চমক নেই। অধিনায়ক থাকবেন নেগারা সুলতানা জ্যোতি। নাহিদা আক্তার তার ডেপুটি। ফিটনেস সাপেক্ষে যোগ দেবেন সুলতানা খাতুন। এছাড়া স্ট্যান্ডবাই থাকবেন আরও তিন ক্রিকেটার।

বাংলাদেশ দলঃ

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, শোভনা মোশতারী, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া। মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ