ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যেভাবে কলকাতায় সময় কাটাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা, শুনলে অবাক হয়ে যাবেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ৩০ ১০:৫০:৪১
যেভাবে কলকাতায় সময় কাটাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা, শুনলে অবাক হয়ে যাবেন

বিশ্বকাপের ম্যাচ খেলতে ৭ বছর পর কলকাতায় প্রবেশ করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে এবার তার যাত্রা খুব একটা ভালো যায়নি। বিশ্বকাপের সেমিফাইনালের আশা আগেই শেষ।

রোববার বিকেলে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান হোটেল সুইমিং পুলে এক ঘণ্টা সময় কাটান।কলকাতার আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতারের পর্ব শেষ করার পর পাকিস্তানি অধিনায়ক উপস্থিত পুলিশ সদস্যদের অনুরোধ করেন তাকে লং ড্রাইভে নিয়ে যেতে। বাবরকে নিরাপত্তায় ঘেরা থাকায় কেউ বেশি দূর যাওয়ার ঝুঁকি নিতে চায়নি। বাবর তখন জানতে চায় আরেকটু এগোনো সম্ভব কি না। এরপর পুলিশ সদস্যরা তাকে নিউ টাউনের ইকো পার্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটাও একটু ঘুরবে। ইকো পার্কের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। রাত ৮টার দিকে ইমাম-উল-হককে নিয়ে ইকো পার্কে আসেন বাবর।

হায়দ্রাবাদের মতো কলকাতায় পাকিস্তান ক্রিকেট দলকে ততটা কঠোর রাখা হচ্ছে না। ক্রিকেটাররা যাতে শহরটিকে উপভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিল গতকাল বিকেলে তাদের বান্ধবী ও পরিবারের সদস্যদের জন্য গহনা কিনতে ক্যামাক স্ট্রিটের জুয়েলারি দোকানে যান। তবে সকালে শাদাব খান ও ইফতিখার আহমেদকে কলকাতার একটি জনপ্রিয় শপিং মলে ঢুকতে দেওয়া হয়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ