ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘আমি নিজে কিছু করতে পারি না’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৯ ২০:৫৪:১৪
‘আমি নিজে কিছু করতে পারি না’

শেষ কবে বিশ্বকাপে বাংলাদেশের এমন লজ্জাজনক পারফরম্যান্স? এমন প্রশ্নের উত্তরে অনেকেই ২০০৩ সালের বিশ্বকাপ ফিরিয়ে আনবেন। সেবার কানাডার বিপক্ষেও হারের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের ছেলেদের। তারপর ২০১১ বিশ্বকাপে আমরা ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৮ এবং ৭৮ রান করেও জিতেছিলাম। তবে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, এটি বাংলাদেশের স্মৃতিতে সবচেয়ে বাজে বিশ্বকাপ।

সাকিব আল হাসান নিজেও দলের মতো ব্যর্থ অধিনায়ক। বিশ্বকাপে ৫ ম্যাচে ৬১ রান করেন তিনি। দেশে আসার পর তার প্রাক্তন কোচ নাজমুল আবেদীন ফাহিম দীক্ষা নিয়ে কোনো সুফল পাননি। ডাচদের বিপক্ষে ১৭ রানে আউট হন তিনি। রোববার বিকেলে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে একই কথা বলেন টাইগার অধিনায়ক।

সাকিবের সঙ্গে কথোপকথনের কথা নিজেই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বোর্ড সভাপতি বলেন, সাকিব বলছিলেন, 'এত ম্যাচে একটানা রান করতে না পারার ঘটনা আমার জীবনে কখনো আসেনি। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে।

সাকিব এগিয়ে এসে নেতৃত্ব দেন অধিনায়ককে। কিন্তু তিনি নিজে পারফর্ম করতে পারছেন না। তিনি বোর্ড চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি নিজে কিছু করতে পারি না।’ অন্যদের কী বলব?

নিজের মধ্যেও হতাশা প্রকাশ করলেন, 'খুবই হতাশাজনক। এটা মেনে নেওয়া কঠিন। হোটেলে ফিরে এসে ঘুমাতে পারিনি। অবশেষে রাত সাড়ে তিনটার দিকে কিছুটা ঘুম পেলাম।

তবে শেষ তিন ম্যাচে ভালো পারফর্ম করতে চান সাকিব আল হাসান। গতকাল ম্যাচের পর টাইগার অধিনায়ক বলেন, 'সত্যি বলতে এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তিনটি ম্যাচ আছে। অন্তত আমাদের এখনও ভালো কিছু করার সুযোগ আছে। কিন্তু খুব কঠিন। পরিশ্রম ছাড়া আমাদের কোন কাজ নেই। আজকে ভুলে পরের ম্যাচে মনোযোগ দিতে পারলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটি করা খুব কঠিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ