ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লজ্জার হার হারিয়ে বাংলাদেশকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা দিল’ নেদারল্যান্ডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৯ ১৭:০১:৩০
লজ্জার হার হারিয়ে বাংলাদেশকে ‘কাটা ঘায়ে নুনের ছিটা দিল’ নেদারল্যান্ডস

মর্যাদার দিক থেকে বাংলাদেশের অনেক পিছিয়ে নেদারল্যান্ডস। তবে গতকাল বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে এই বিশ্বকাপে আরেকটি জয় পেল নেদারল্যান্ডস। লিগ পর্বে দ্বিতীয় জয় নিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে নেদারল্যান্ডস। এই জয়ের পর ডাচ অলরাউন্ডার পাস ডি লিড দাবি করেন, নেদারল্যান্ডসকে এখন বাংলাদেশের চেয়ে ‘বড় দেশের’ মর্যাদা দেওয়া উচিত।

ডাচ অলরাউন্ডার বলেন, আমরা চেষ্টা করেছি। আমি মনে করি এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়েছে, যাতে ভবিষ্যতে নেদারল্যান্ডসও একটি বড় দেশ হিসেবে বিবেচিত হয়।

ডি লিড আরও বলেন, 'আমার মনে হয় বিশ্বকাপে প্রতিটি জয়ই বড়। এটি কার্যত নেদারল্যান্ডসে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। দেশে ফিরে আমরা এর মাধ্যমে তরুণদের অনুপ্রাণিত করতে পারি।

নেদারল্যান্ডস কীভাবে জয় উদযাপন করবে জানতে চাইলে ডি লিড বলেন, 'কিছুই উত্তেজনাপূর্ণ নয়। কিছু লোকের জন্য, উদযাপনের উত্স হতে পারে ড্রেসিংরুমে। আমরা একসঙ্গে দলীয় সঙ্গীত গাইব।

ছয় ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। পঞ্চম থেকে অষ্টম স্থানে থাকা চারটি দলেরই ৪ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচে 100% জয় পেলে অরেঞ্জ 10 পয়েন্ট পাবে। সেমিফাইনালে খেলার আশা ক্ষীণই থেকে যাবে তার। অবশ্য এ কারণে অন্যান্য দলের ফলাফলের দিকেও নজর রাখতে হবে।

ডি লিড বলেছেন, 'আমি মনে করি সেমিফাইনালের পরিস্থিতিও অন্যদের ওপর নির্ভর করে। তারপরও আমাদের স্বাভাবিক খেলা চালিয়ে যেতে হবে। আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব ম্যাচ জিতে দেশে ফেরা। এই বিশ্বকাপে আমরা অন্তত দুটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে আজ (গতকাল) আমি জয়ের পথে ফিরে এসেছি। পরের তিন ম্যাচে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত কী হবে তা বলা যাচ্ছে না।

নেদারল্যান্ডস ৩ নভেম্বর লখনউতে আফগানিস্তানের মুখোমুখি হবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৮ নভেম্বর পুনে এবং ভারত ১২ নভেম্বর বেঙ্গালুরুতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ