ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে আবারও সমালোচনার শিকার ভারতীয় ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৮ ১৬:৩১:১৪
বিশ্বকাপে আবারও সমালোচনার শিকার ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বকাপ শুরুর ২৩ দিন পর ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ। কিন্তু নেদারল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ শুরুর আগে সমর্থকের সংখ্যা দেখে হতাশ অনেকেই। ইডেনও মানুষকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়।

ম্যাচের আগে টিকিটের জন্য হট্টগোল, আশানুরূপ টিকিট না পেয়ে ভক্তদের ক্ষোভ, মাঠের চারপাশে টিকিটের জন্য সারি—এই ছিল ইডেনে বিশ্বকাপ শুরুর আগের দৃশ্য। কিন্তু নেদারল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ শুরুর আগে সমর্থকের সংখ্যা দেখে হতাশ অনেকেই। খেলার শুরুতে ১৭,০০০ দর্শক উপস্থিত ছিলেন। এটি ৬৬,০০০ দর্শক সহ একটি স্টেডিয়ামে নগণ্য।

যে ১২টি ভেন্যুতে বিশ্বকাপ খেলা হচ্ছে তার মধ্যে সর্বশেষ ভেন্যু ইডেন। শনিবার সেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আগে পূজা ও বিভিন্ন উৎসবের কারণে এখানে ম্যাচস্টিক দেওয়া যেত না। ক্রিকেটের স্বর্গ বলা নগরীতে প্রথম ম্যাচে দর্শকদের এমন অনীহা দেখে অনেকেই বিস্মিত। নেদারল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচই হোক, কলকাতা সবসময়ই বিভিন্ন দেশকে আলিঙ্গন করেছে। কিন্তু টি-টোয়েন্টি যুগে লক্ষ্মী পূজার ছুটিতেও ইডেন দর্শকদের আকর্ষণ করতে পারেনি।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কলকাতা সবচেয়ে কাছের। ফলে প্রতিবেশী দেশগুলো থেকে অনেক সমর্থক ম্যাচের মাত্র কয়েকদিন আগে এসে পৌঁছেছেন। এমনিতেই বছরের সব সময় ঢাকা থেকে কলকাতায় চিকিৎসা নিতে আসেন মানুষ। আর ক্রিকেটের সৌজন্যে এসেছেন আরও অনেকে। মধ্য কলকাতার বিভিন্ন হোটেলে রুম পাওয়া যায় না। ইডেনে ভিড় করতে দেখা যায় তাদের। ম্যাচের আগে বাংলাদেশের জার্সি পরা ভক্তরা বিপুল সংখ্যক স্টেডিয়ামে পৌঁছে যান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ