ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

‘আম্পায়ারের জন্যই পাকিস্তানের এমন হার’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৮ ১৫:৫৮:৩০
‘আম্পায়ারের জন্যই পাকিস্তানের এমন হার’

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে পাকিস্তানকে অবশ্যই দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। এমন সমীকরণে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছেন বাবর আজমা। গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পথেই ছিলেন তিনি। ২৭১ রানের টার্গেটে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।

কিন্তু ম্যাচে এক পয়েন্টে হেরে যায় পাকিস্তান। তবে ম্যাচ জিততে পারত পাকিস্তান। কিন্তু রেফারির ডাকে পালিয়ে যান তাবরেজ শামসি। এভাবেই মাঠ থেকে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা।

পরাজয়ের পর পাক অধিনায়ক আম্পায়ার্স কলকে খেলার অংশ উল্লেখ করে বলেন, ‘ডিআরএস খেলারই অংশ। তবে ওটা যদি (আম্পায়ার) আউট দিতেন, সেটা আমাদের পক্ষে যেত। আম্পায়ার্স কল যেটা হয়ে গেছে, সেটা খেলারই অংশ।’

তবে সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং মনে করেন আম্পায়ারের ভুল ও ডিআরএসের ‘আম্পায়ার্স কল’ আইনের জন্য পাকিস্তান হেরেছে।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক্সে দেয়া পোস্টে হরভজন বলেন, ‘বাজে আম্পায়ারিং ও বাজে আইনের জন্য ম্যাচ হেরেছে পাকিস্তান। আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত। বল স্টাম্পে লাগলে আউট, সেটা আম্পায়ার আউট দিক বা না দিক। সেটা না করলে প্রযুক্তি রাখারই দরকার কী?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ