ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইডেন গার্ডেন্সে টাইগার ক্রিকেটারদের নামাজ আদায়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৮ ১১:০৮:৩২
ইডেন গার্ডেন্সে টাইগার ক্রিকেটারদের নামাজ আদায়

আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামাযের অসংখ্য উদাহরণ রয়েছে। আর এবার এমন নজির গড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নামাজ আদায় করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচ খেলতে এখন কলকাতায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে নামাজ আদায় করেন।

ডাচদের বিপক্ষে পরীক্ষাকে সামনে রেখে শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ইডেন গার্ডেন্সে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় মাঠেই নামাজ আদায় করেন তারা। অনুশীলনের পর জোহরের নামাজ একই সঙ্গে মাঠে আদায় করেছেন ক্রিকেটাররা।

তবে মূল মাঠেই নামাজ আদায় করেননি বাংলাদেশের ক্রিকেটাররা। স্টেডিয়ামের একটি নির্দিষ্ট জায়গায় নামাজ পড়েছেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদরা।

নামাজে ইমামতি করেন মুশফিকুর রহিম। তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়সহ বেশকিছু খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ ছিলেন সেখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে মুশফিকদের নামাজ পড়ার সেই দৃশ্য।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি করে মাঠেই সিজদা করেছিলেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেটারের এই সিজদা নিয়ে এরই মধ্যে বিতর্কও শুরু হয়ে গেছে। ভারতীয়দের অনেকেই মাঠে তার ইবাদতের বিষয়টি মেনে নিতে পারছেন না। বিনীত জিন্দাল নামে ভারতীয় একজন আইনজীবী এ ঘটনায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ