‘এখনো সব শেষ হয়ে যায়নি,অনেক কিছুই সম্ভব’

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে ভালো শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণের পথে ভালোই ছিল টাইগাররা। কিন্তু এরপরই পথ হারিয়ে ফেলে সাকিব আল হাসানের দল। টানা চার ম্যাচ হারার পর, লাল-সবুজ প্রতিনিধিরা টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার হুমকির মুখে পড়েছে।
আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ‘প্রিন্স অব জয়’ নামে পরিচিত নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের বাহিনী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের ফর্ম ঘুরিয়ে দিতে চান টাইগার এমন টাই মনে করেন তাসকিন আহমেদ।
আফগানদের বিপক্ষে জিতলেও নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। যে কারণে ভক্ত-সমর্থকরা মনে করছেন ছিটকে গেছে বাংলাদেশ দল। তবে এখনই আশা ছাড়ছেন না টাইগার স্কোয়াডের সেরা পেসার তাসকিন। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান ডানহাতি এই পেসার।
তাসকিন বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ, এখানে রানরেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন-ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’
তিনি বলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।’
অবশ্য এতসব না ভেবে আপতত ম্যাচ বাই ম্যাচ নিয়েই চিন্তা তাসকিনের, ‘তবে আপাতত আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করতে পারিনি। কিন্তু এখনও চার ম্যাচ আছে। তাই আমরা সামনে ভালো করার অপেক্ষায় আছি।’
সংবাদ সম্মেলনে অবশ্য কিছুটা অভিমান নিয়ে তাসকিন বলেন, ‘যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা নিচ্ছি আগের মতোই। সব চাপ নিচ্ছি সমস্যা নাই। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদযাপন করব।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ