অটোরিকশায় চড়ে বিশ্বচ্যাম্পিয়নদের ভিন্ন অভিজ্ঞতা

মাঠের পারফরম্যান্সের নিরিখে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিশ্বকাপের পারফরম্যান্স দুর্বল ছিল। মাঠের বাইরেও দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোনকে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। দিল্লিতে একটি অটোরিকশায় চড়ে স্টোকস তার সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার করেছেন। সঙ্গে ছিলেন দলের ফিটনেস প্রশিক্ষক অ্যান্ডি মিচেলও।
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে স্টোকস ম্যাচ ভেন্যু শহরের কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করেছিলেন। এরপর তাকে সেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এর আগে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি স্টোকস। শেষ দুই ম্যাচ খেলেছেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দুর্বল ব্যাটিংয়ে ব্যক্তিগত সেরা ৪৩ রান করেন স্টোকস।
ম্যাচের আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে স্টোকস একটি অটোরিকশায় চড়ার কথা বলেছেন। সেখানে তিনি তার সতীর্থ লিভিংস্টোনকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, 'দ্য ইন্ডিয়া ড্যারি।' সেই পোস্টে তিনি 'ফোরকাস্ট ফর সি' নামে একটি সম্প্রচার সংস্থাকে ট্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে!
ভিডিওতে স্টোকসকে বলতে শোনা যায়, 'আমার এবং লেভির (লিভিংস্টোন) উচ্চতা অনেক বেশি। ফিটনেস কোচ মিশেলও আমাদের সঙ্গে ছিলেন। তিনি আমাদের চেয়ে লম্বা। কিন্তু টুক-টুক (অটোরিকশা) খুব একটা বড় ছিল না। ভাবুন তো আমরা কতটা টুক-টুকের পিঠে বসেছিলাম। যে সব আমরা পেয়েছিলাম. এরপর আমরা লক্ষ্যহীনভাবে দৌড়াচ্ছিলাম।
ঠিক তখনই একটি গাড়ি প্রচণ্ড গতিতে তাদের পাশ দিয়ে চলে যায়। এ বিষয়ে স্টোকস বলেন, 'আমরা তখন একদিকে হাঁটছিলাম। ঠিক তখনই ওপাশ থেকে দ্রুত গাড়ি আসছিল। সেও ধীর পায়নি। চোখের পলকে তিনি আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ইংলিশরা। তাদের একমাত্র জয় এসেছে বাংলাদেশের বিপক্ষে। আজ লঙ্কান দলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে দল দুর্বল ব্যাটিংয়ের শিকার হয় এবং মাত্র ১৫৬ রানে সীমাবদ্ধ থাকে। যা ৮ উইকেট বাকি থাকতেই পার করল কুশল মেন্ডিসের দল। যার কারণে করুণ হয়ে পড়ে বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা। ফলে পয়েন্ট টেবিলে তাদের পেছনে একমাত্র নেদারল্যান্ডস।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ