ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি ছুড়ে সমর্থকদের উল্লাস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৬ ১৪:১৪:৩১
'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি ছুড়ে সমর্থকদের উল্লাস

সাকিব আল হাসান জাতীয় মাটিতে এমন কিছু শুনিনি। বিশ্বের সেরা এই অলরাউন্ডার এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন। তবে দর্শকদের একতরফা ক্ষোভের মুখে পড়তে হয়নি তাকে। এবারও একই রকম নেতিবাচক পরিস্থিতিতে পড়তে পারেন সাকিব। যার প্রমাণ মিলেছে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর পুরো দল কলকাতায় চলে গেছে। আর দেশের পথ ধরলেন সাকিব। ক্ষোভ প্রকাশ করতে ছুটে যান টাইগার অধিনায়ক তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে। গতকাল বুধবার অনুশীলন করেছেন। আজ সকালেও সেখানে ছিলেন।

প্রায় তিন ঘণ্টা অনুশীলন শেষে বেরিয়ে আসার সময় মিরপুরে উপস্থিত কয়েকজন সমর্থকের ক্ষোভের মুখে পড়তে হয় সাকিবকে। সাকিবের দিকে 'ভুয়া নিক্ষেপ'! এদিকে টাইগার ক্যাপ্টেন দ্রুত কালো গাড়িতে করে স্থান ত্যাগ করেন।

গতকাল ওয়ানডে অনুশীলন শেষ করেছেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবারও ফাহিমের কাছ থেকে ব্যাটিং নিতে আসেন গুরু। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে পৌঁছান সাকিব। সেখানে ৩ ঘণ্টার বেশি অনুশীলনের পর দুপুর ১২টা ৪২ মিনিটে মিরপুর ত্যাগ করেন।

সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিমও। এর কোনোটিই মিডিয়ার সামনে আসেনি। বিকাল ৪টার ফ্লাইটে সাকিব কলকাতার উদ্দেশে দেশ ছাড়তে পারেন বলে তথ্য রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ