ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এইমাত্র পাওয়াঃ অবশেষে বিশ্বকাপ মিশন শেষে টাইগার কোচিং স্টাফদের বিদায়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৬ ১২:৪০:১৩
এইমাত্র পাওয়াঃ অবশেষে বিশ্বকাপ মিশন শেষে টাইগার কোচিং স্টাফদের বিদায়

ক্রিকেট হোক বা ফুটবল, প্রতিটি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক দলের কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আসে। কেউ চাকরি হারিয়েছেন আবার কেউ পদত্যাগ করেছেন। চলতি ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। অন্তত পাঁচজন চাকরি হারাতে পারেন।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং সহকারী কোচ নিক পোথাস ছাড়া বাকিদের ছেড়ে দিতে পারে বিসিবি। সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এবং প্রশিক্ষক নিকোলাস লি, ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেকারনের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। চলতি বছরের ৩০ নভেম্বর তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে।

সম্প্রতি ক্রিকেটারদের 'গুড বুক' থেকে দূরে সরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্লেষক শ্রীনিবাস। সমর্থন পেলেও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ধরে রাখতে আগ্রহী নয় বোর্ড। সম্ভাব্য বিদায় নেওয়া কোচিং স্টাফদের মধ্যে হাথুরুসিংহের অপছন্দের তালিকায় শীর্ষে ডোনাল্ড। অভিযোগ, ফাস্ট বোলারদের উন্নয়নে তিনি কোনো ভূমিকা রাখতে পারছেন না। কোচ হেরাথের সঙ্গে সাকিব-মিরাজের ভালো সম্পর্ক থাকলেও নতুন সেটআপ নিয়ে এগিয়ে যেতে চায় বিসিবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ