ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

২য় দিনের মতো চলছে সাকিবের স্পেশাল অনুশীলন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৬ ১১:৪৭:০০
২য় দিনের মতো চলছে সাকিবের স্পেশাল অনুশীলন

বিশ্বকাপ মাঝপথে বিদায় নিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গতকালও এ নিয়ে কম হৈচৈ পড়েনি। তবে জানা যায়, ছোটবেলার কোচের কাছে ব্যাটিং শিখতে ঢাকায় এসেছিলেন তিনি। এ লক্ষ্যে গতকাল মিরপুরে অনুশীলন করেছি।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিন মিরপুর শেরে-ই বেঙ্গল ইনডোরে সাকিব। সেখানে আজ আবার অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর ইনডোরে প্রবেশ করেন সাকিব। শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে সেখানে প্রশিক্ষণ শুরু করেন টাইগার অধিনায়ক।

গতকাল শুধু ব্যাটিংয়ে কাজ করেছেন। আজও ব্যাটিং অনুশীলন নিয়ে কথা হচ্ছে। অনুশীলন শেষে আজ ঢাকার উদ্দেশে রওনা দিতে হবে সাকিবকে।

গতকাল অর্থাৎ বুধবার না জানিয়েই দেশে আসেন সাকিব আল হাসান। বিমানবন্দরে তার উপস্থিতি চোখে পড়েনি। বিকেলে মিরপুর ইনডোরে অনুশীলন শুরু হলে গণমাধ্যমে খবর আসতে থাকে। পরে জানা যায়, টাইগার ক্যাপ্টেন এসেছেন তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে।

ফাহিম কারিগরিতা প্রকাশ করতে চাননি বা অনুশীলনে কী সমস্যা ছিল। সাকিবের কাছ থেকে ভালো কিছু আশা করলেও, 'আজ শুধু ব্যাটিং হয়েছে। আগামী দুই দিনে বোলিংও হতে পারে। আজ অনুশীলনের পর তাকে খুব ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হয়েছে তা বোঝা যাবে ম্যাচে। ম্যাচে ভালো পারফর্ম করলেই কার্যকারিতা ফুটে উঠবে। আশা করছি সাকিব ভালো পারফর্ম করে দলকে জয়ের পথে নিয়ে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ