‘তামিম তাদের প্রধান খেলোয়াড়দের একজন, তারা নিশ্চিতভাবে তাকে মিস করছে’

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ ভালো যাচ্ছে না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর পরের চার ম্যাচে হার নিয়েই ফিরতে হয়েছে টাইগারদের। ওপেনারদের ব্যর্থতা, টপ অর্ডার ব্যাটসম্যানদের রান তুলতে না পারাসহ বেশ কিছু কারণ এই ধরনের পারফরম্যান্সে স্পষ্ট হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তামিম ইকবালের প্রসঙ্গ তুলে আনেন অনেকেই।
গত দেড় বছর ধরে বাংলাদেশ দলের অটোমেটিক সিলেকশন হিসেবে নিয়মিত খেলছেন তামিম।ওয়ানডেতে তিনিই দেশের সেরা ব্যাটার, ওপেনার তো বটেই। মাঝপথে অবসর ও অবসর থেকে ফেরা, এরপর দ্বন্দ্বের জেরে তামিম শেষ পর্যন্ত টাইগারদের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি সদ্য সাবেক এই বাংলাদেশের সফল অধিনায়ক।
তাই অনেকে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি তামিমকে দলে না নিয়ে বাংলাদেশ ভুল করেছে? পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কিংবদন্তি পেসার ওয়াসিমের আকরামের উত্তরটা এক্ষেত্রে ‘হ্যাঁ-বোধকই’। তার মতে, বিশ্বকাপের মতো মঞ্চে তামিমের অভাব ভালোভাবেই বুঝতে পারছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে ৩৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ১৭৪ রানে থামেন কুইন্টন ডি কক। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। হারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১১১ রান।
এ ম্যাচ শেষে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে নিয়মিত আয়োজনে হাজির হয়েছিলেন ওয়াসিম আকরাম। তার সঙ্গী ছিলেন আরও দুই সাবেক পাকিস্তানি অধিনায়ক মঈন খান ও শোয়েব মালিক। ওই আলোচনায় ওয়াসিম বলেন, ‘তামিম তাদের প্রধান খেলোয়াড়দের একজন, তারা নিশ্চিতভাবে তাকে মিস করছে।’
মঈন খান বলেন, ‘দেখে তো মনে হচ্ছে লিগ পর্ব থেকেই বিদায় নেবে। তবে সেরা আটের মধ্যে থাকা নিয়েও ভাবতে হবে। ব্যাটারদের জায়গা তৈরি করতে হবে। নতুনদের স্থায়ী করতে হবে। আবার তামিমের মতো পুরোনো ক্রিকেটারও আছে, নির্বাচকেরা যদি মনে করেন তার মধ্যে এখনো ক্রিকেট বাকি আছে, তবে দলে নিয়ে আসতে হবে। এমন খেলোয়াড় আনতে হবে, যারা ম্যাচ জেতাতে পারবে।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ