ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে মাহমুদউল্লাহর অবিশ্বাস্য রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৫ ১২:৩০:৩২
বিশ্বকাপে মাহমুদউল্লাহর অবিশ্বাস্য রেকর্ড

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের টার্গেটের জবাবে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। ধ্বংসস্তূপের নিচে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ চলমান বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন। তিনজনের এই ম্যাজিক ফিগার দিয়ে বিশ্ব মঞ্চে টাইগারদের হয়ে অধিনায়ক সাকিব আল হাসানের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন রিয়াদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়ানখিরি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন রিয়াদ। এই সেঞ্চুরিতে সাকিবকে ছাড়িয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অলরাউন্ডার রিয়াদ আল-নিমর।

১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক হয়। এরপর কেটে যায় দীর্ঘ ষোল বছর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন। ইভেন্টে দুটি সেঞ্চুরি করেন এই টাইগার অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও মাহমুদউল্লাহর নামে দুটি সেঞ্চুরি করেন। কিন্তু এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতুলনীয় সেঞ্চুরি করলেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে রিয়াদ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করলেন তিনি।

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান টাইগার অলরাউন্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ