ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মুশফিকুর রহিমের ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে দেশে নতুন উত্তেজনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৩ ১৫:২১:২৮
মুশফিকুর রহিমের ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে দেশে নতুন উত্তেজনা

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে মিশন শুরু করলেও পরের তিন ম্যাচে হেরেছে টাইগাররা। এতে কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে বেশ পিছিয়ে রয়েছে সাকিব বাহিনী। তাই সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে বিশ্বকাপে উড়ন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। যেখানে টাইগার উইকেটরক্ষক ব্যাটার বাংলাদেশি পতাকা এবং প্রার্থনা ইমোজি সহ অনুশীলনের একটি ছবি ক্যাপশন দিয়েছেন। এরপর তার ভক্তরা পোস্টের মন্তব্যে মুশির জন্য শুভকামনা জানিয়েছেন।

মোহাম্মদ জালাল উদ্দিন নামের এক ভক্ত কমেন্টে লিখেছেন, "ভাই কালকের (দক্ষিণ আফ্রিকা) ম্যাচে লম্বা ইনিংস করেন, অনেকদিন ধরে আপনার লম্বা ইনিংস দেখিনি। একজন সিনিয়র ক্যাম্পেইনার হিসেবে এটাই দরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে