ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জয়ের জন্য নতুন কৌশলে আফগানিস্তান, পাকিস্তানের জন্য দর্শকদের ‘প্রার্থনা’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২৩ ১৫:০৫:০৪
জয়ের জন্য নতুন কৌশলে আফগানিস্তান, পাকিস্তানের জন্য দর্শকদের ‘প্রার্থনা’

বিশ্বকাপে ভারত ভালো শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পাকিস্তান। প্রথম দুই ম্যাচে জয়ের পর ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা আরও দুটি ম্যাচে হেরেছে। সেমিফাইনালের দৌড়ে পা টেনে ধরার কোনো সুযোগ নেই। আর তাতেই আজ আফগানিস্তানকে হারাতে মরিয়া বাবর আজমের দল। এটা সেই আফগানরা ভালো করেই জানে যারা ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল। স্পিন বিষ দিয়ে পাকিস্তানকে আক্রমণ করতে চান রশিদ-মুজিবরা।

আফগানিস্তানের সর্বকালের প্রধান শক্তি তাদের স্পিন আক্রমণ। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে, ভারতের অন্যতম স্পিন-বান্ধব উইকেট। অনেকেই অবাক হয়েছিলেন যে রশিদ খান, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নাবিদদের মতো পাকিস্তানি ব্যাটসম্যানরা এমন উইকেটে কী করে খেলবেন।

এদিকে আজ আফগান একাদশে জায়গা পেয়েছেন আরেক স্পিনার। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে নুর আহমেদের। তাকে জায়গা করে দিতে তারকা ফাস্ট বোলার ফজল হক ফারুকীকে জায়গা করে নিতে হয়েছে।

অন্যদিকে, পাকিস্তান একাদশে তিন ফাস্ট বোলারের সাথে আক্রমণ করবেন দুই লেগ স্পিনার উসামা মীর ও শাদাব খান। গত ম্যাচে বাদ পড়া শাদাব আজ ফিরেছেন একাদশে। তবে বাবর আজম জানিয়েছেন, জ্বরের কারণে মোহাম্মদ নেওয়াজের জায়গায় ফিরেছেন শাদাব।

আজ চেন্নাইয়ে টসের পর অনেক পাকিস্তানি ভক্ত সোশ্যাল মিডিয়ায় তাদের আশঙ্কা প্রকাশ করছেন। এর মধ্যে একটি পোস্ট ভাইরাল হয়েছে। চেন্নাইতে 40 ওভারের স্পিন। ঈশ্বর পাকিস্তানকে সাহায্য করুন। তবে একদিন আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেছিলেন, চেন্নাইয়ে স্পিনিং উইকেট থাকলে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই ফেভারিট দল। কারণ স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং বিপর্যস্ত।

পাকিস্তান একাদশআবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী এবং হারিস রউফ।

আফগানিস্তান একাদশরহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ উমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক এবং নূর আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ