সেরাদের তালিকার সবার উপরে কোহলি, তার ধারে কাছে নেই কেউ

বিশ্বকাপে আবারও সেঞ্চুরির দোরগোড়ায় ভারতের বিরাট কোহলি। দলের প্রয়োজন ৫ রান, কোহলি আছেন ৯৫ রানে। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতার চেয়ে ভারতীয় ব্যাটসম্যানদের সেঞ্চুরির দিকেই বেশি নজর ছিল সবার। এই সেঞ্চুরি তাকে নিয়ে যেতে পারত বিশ্বকাপের মঞ্চে গ্রেট শচীন টেন্ডুলকারের সঙ্গে।
রবিবার ধর্মশালায় বিশ্বকাপের ২২তম ম্যাচে ৯৫ রানে ফিরতে হয়েছিল এই ভারতীয় ব্যাটসম্যানকে। ৫ রানে দুই ওপেনারকে হারানোর পর কোহলি এককভাবে ভারতকে টেনে তোলেন। যদিও শ্রেয়শ আইয়ার এবং লোকেশ রাহুলের ব্যাট থেকে কিছু সংক্ষিপ্ত ইনিংস এসেছিল, কোহলিই কাজটি করেছিলেন। একভাবে সেঞ্চুরির দাবিদার। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরিও হতে পারে তার।
শচীন তার ওয়ানডে ক্যারিয়ারে ৪৯টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজের ৪৮তম সেঞ্চুরি করেন বিরাট। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি না করলেও আরেক তালিকার শীর্ষে উঠে গেছেন সাবেক এই অধিনায়ক। এই বিশ্বকাপে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান কোহলি।
বিশ্বকাপে ৫ ম্যাচে কোহলির সংগ্রহ ৩৫৪ রান। ৭০ এর বেশি গড়ে ব্যাট করেছেন। চার ম্যাচেই খেলেছেন পঞ্চাশের ইনিংস। এর মধ্যে একটিকে সেঞ্চুরিতে রূপান্তর করেন তিনি। সেই সেঞ্চুরি এসেছে বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে ১৬ রানের ইনিংস হারার পর, তিনি বাকি ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সেরা ব্যাটসম্যানের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলির সতীর্থ ও ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার রান ৩১১। খেলেছেন ৫টি ম্যাচ। নামের আগে রয়েছে ১টি সেঞ্চুরি ও ১টি হাফ সেঞ্চুরি। গড় ৬২.২০।
তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৪ ম্যাচে করেছেন ২৯৪ রান। ১টি সেঞ্চুরির পাশাপাশি ১টি হাফ সেঞ্চুরিও রয়েছে। তবে আজ তার রান সংখ্যা আরেকটু বাড়ানোর সুযোগ রয়েছে। সোমবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন তিনি।
তবে সেরাদের এই তালিকায় বাংলাদেশের কোনো নাম নেই। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। ৪ ম্যাচে ১৫৭ রান করা মুশফিক রান সংগ্রাহকের তালিকায় ২১ নম্বরে রয়েছেন। ১৫৫ রান নিয়ে আছেন আরেক বাংলাদেশি লিটন দাস।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বিশ্বকাপের টিকিট নিশ্চিতের দোরগোড়ায় বাংলাদেশ, সামনে সহজ সমীকরণ