ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২২ ২২:২৭:১৪
বিশ্বকাপ শেষ ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের

ভারতে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার রিস টপলে। বাঁ হাতের আঙুলে চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচে খেলতে পারবেন না এই ইংলিশ পেসার।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে রিস টপলির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে সংস্থাটি।

শনিবার (২১ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বোলিং থামাতে গিয়ে আঙুলে চোট পান টপলি। চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ পেসার। তবে আঙুলে টোকা ঘুরিয়ে দুই উইকেট নেন টপলি।

ম্যাচের পর টপলির স্ক্যান করা হয়। যেখানে চোটের কারণে তিনি বাকি প্রতিযোগিতায় খেলতে পারবেন না। তাই টপলিকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে ইসিবি। ভারতে ইংলিশ দলের সঙ্গে আছেন ফাস্ট বোলার জোফরা আর্চার। টপলের জায়গায় আর্চারকে নিয়োগ দেবেন প্রধান কোচ ম্যাথিউ মট বলে আশা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ