জেনে নিন, ৩০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান সংগ্রহ

বিশ্বকাপে রানের বন্যা হবে বলে আগেই আভাস দিয়েছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অনেক ম্যাচেই দেখা গেছে রানের বন্যা। তারপর আবার কোনো কোনো ম্যাচে রান হয় শামুকের গতিতে। অত্যন্ত ধীরগতির পিচের কারণে ক্রিকেটের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে। বিশেষ করে স্বাগতিক ভারতের ম্যাচগুলোতে তার ইচ্ছামতো পিচ বানানোর অভিযোগ উঠেছে।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বিশ্বকাপে বোলিং ফ্রেন্ডলি উইকেট হিসেবে পরিচিত। রবিবার ধর্মশালায় অনুষ্ঠিতব্য একমাত্র ম্যাচে শিরোপার প্রবল প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বোলিং পিচে রান তুলতে হিমশিম খেতে হয়েছে কিউই বোলারদের। পাওয়ারপ্লে শেষে মোট ৩৪ রান করেন তিনি।
এত কম স্কোরের কারণে এই বিশ্বকাপে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন স্কোরারদের তালিকায় ব্ল্যাকক্যাপরাও যোগ দিয়েছে। রান ফেস্টের এই সংস্করণে তাদের প্রথম দশ ওভারে চতুর্থ সর্বনিম্ন রান রয়েছে। এর আগে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২৭ রান করেছিল অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের পিচে এই স্কোর এই বিশ্বকাপে পাওয়ারপ্লেতে সর্বনিম্ন স্কোর।
অধিকন্তু, আফগানিস্তান চেন্নাইয়ে কিউইদের বিপক্ষে তাদের প্রথম দশ ওভারে ২৮ রান করেছে। এটি দ্বিতীয় তালিকায় রয়েছে। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ রয়েছে। যেখানে ডাচরা তাদের পাওয়ার প্লেতে মাত্র ৩২ রান করে। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পাওয়ারপ্লে শেষ হয় ৯ ওভারে।
তবে বিশ্বকাপের ইতিহাসে পাওয়ারপ্লেতে সবচেয়ে কম রান করার রেকর্ড পাকিস্তানের। ২০১৫ বিশ্বকাপে, পাকিস্তান ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে মাত্র ১৪ রান করেছিল। দুইবার শীর্ষ পাঁচে আছে কানাডা।
অন্যদিকে, ধর্মশালা ম্যাচে নিউজিল্যান্ড ধীরে ধীরে প্রাথমিক ধাক্কা সামলেছে। রচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলের ৫০ রানের জুটিতে কিউই দল ম্যাচে কামব্যাক শুরু করে। এ খবর লেখা পর্যন্ত তাদের স্কোর ২২ ওভারে ২ উইকেটে ১০৭ রান।
নিউজিল্যান্ডঃ ১৬৫/২ ওভারঃ ৩১.৩
বিস্তারিত আসছে..........
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?