ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

রবিবারেই শেষ হতে পারে ভারতের ২০ বছরের খরা, শুভমানের প্রশ্নের উত্তরে রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২১ ২০:৪৬:০১
রবিবারেই শেষ হতে পারে ভারতের ২০ বছরের খরা, শুভমানের প্রশ্নের উত্তরে রোহিত

বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতেছে ভারত। কিন্তু রোববার তাকে আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এগিয়ে নিউজিল্যান্ড। রবিবার কি ২০ বছরের খরা কাটবে?

বিশ্বকাপে টানা চার ম্যাচ জিতেছে ভারত। কিন্তু রোববার তাকে আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। এগিয়ে নিউজিল্যান্ড। এই একটি দল সর্বদাই বিশ্বকাপে ভারতের মূল চালিকাশক্তি। ২০০৩ সাল থেকে ভারত তাদের বিরুদ্ধে কোনো আইসিসি প্রতিযোগিতা জিততে পারেনি। এবার কি সেই দৃষ্টান্ত ভাঙ্গা হবে? ম্যাচের আগে সেই প্রশ্নের উত্তর দিলেন রোহিত।

বাংলাদেশ ম্যাচের পর ড্রেসিংরুমে নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে রোহিতকে প্রশ্ন করেন শুভমান গিল। তিনি বলেন, "প্রেস কনফারেন্সে কেউ আমাকে জিজ্ঞাসা করছিল যে আমরা ২০০৩ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারিনি কিনা।" রোহিত উত্তর দিলেন, “হ্যাঁ, সত্যিই তাই। তবে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা আমাদের দিক থেকে এটি করতে পারি।"

শুভমন তখন জিজ্ঞেস করল, "তাহলে আমরা কি রবিবার সেই প্রবণতা ভাঙতে পারি?" রোহিতের উত্তর ছিল, “দেখুন, আমরা এমন ক্রিকেট খেলি না যেখানে কিছুর নিশ্চয়তা দেওয়া হয়। আমরা একবার মাঠে গেলে দলের জন্য যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করি। এখনই বেশি দূর তাকাতে চাই না। এটা সত্য যে অতীতে এই ম্যাচগুলোর ফলাফল আমাদের পক্ষে যায়নি। দেখা যাক এবার কী হয়।”

২০০৩ সালের বিশ্বকাপে ভারত সর্বশেষ নিউজিল্যান্ডকে হারিয়েছিল। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি তখনও কিশোর। রবিবার আবার সেই প্রতিপক্ষের মুখোমুখি হবে ভারত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ