ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ব্যাটিং বিপর্যয় সামলে ডাচদের লড়াকু সংগ্রহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২১ ১৪:৫৬:৫৮
ব্যাটিং বিপর্যয় সামলে ডাচদের লড়াকু সংগ্রহ

দুর্বল নেদারল্যান্ড বনাম নিচু শ্রীলঙ্কা। বিশ্বকাপের ১৯তম ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ ছিল না কারোরই। লখনউয়ের একনা স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি দেখায় দর্শকদের আগ্রহ কতটা কম। তবে সেই ফাঁকা মাঠেই কামব্যাকের গল্প লিখেছেন ডাচরা। সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং লোগান ভ্যান বেক যখন ১৫০ রানের বিপদে তখন ক্রিজে থাকেন।

চাপের মুখে ডাচ লোয়ার মিডল অর্ডার জুটি গড়েন ১৩০ রানের দুর্দান্ত জুটি। দুজনের হাফ সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের ইনিংস আড়াইশ ছাড়িয়ে যায়। ৭০ রানে প্যাভিলিয়নে ফেরেন এঙ্গেলব্রেখট। যেখানে ভ্যান বেক খেলেছেন ৫৯ রানের ইনিংস। শ্রীলঙ্কার সামনে ২৬৩ রানের টার্গেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ