ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভারত পুলিশ ‘স্লোগান দিতে বাধা’ দেয় পাকিস্তানী সমর্থকদের (ভিডিও সহ)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ২০ ২১:৪৪:৩৮
ভারত পুলিশ ‘স্লোগান দিতে বাধা’ দেয় পাকিস্তানী সমর্থকদের (ভিডিও সহ)

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপ খেলছে পাকিস্তান। স্বাগতিক দেশের বিরুদ্ধে বেশ কয়েকবার স্লোগান দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। ভারতের একপেশে জয়ের ম্যাচটিতে গ্যালারিতে ছিল না কোনো পাকিস্তানি সমর্থক। মূলত, সমর্থক ও সাংবাদিকরা এখনও দেশে রয়েছেন এবং ভিসা পাননি। এরপর আজ (শুক্রবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আরো গুরুতর অভিযোগ ওঠে। দেশটির এক সমর্থকের দাবি, তাকে পাকিস্তানের নাম স্লোগান দিতে নিষেধ করা হয়েছিল।

বেঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে এদিন অস্ট্রেলিয়া ৩৬৭ রানের পাহাড় গড়েছে। তাদের হয়ে জোড়া সেঞ্চুরি করেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। সেই রানতাড়ায় এখন ব্যাট করছে বাবর আজমের দল।

এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে। মোমিন সাকিব নামের এক ব্যক্তি ওই ভিডিওতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। সেখানে দেখা যায়, এক পুলিশ সদস্য ওই ব্যক্তির সঙ্গে গ্যালারিতে কথা বলছেন। একপর্যায়ে তাকে ভিডিও করতে দেখে পরে সেখান থেকে সরে যান ওই পুলিশ সদস্য।

সাকিব মোমিন লিখেছেন, ‘এটি খুবই আতঙ্ক এবং হতাশার যে ‘‘পাকিস্তান জিন্দাবাদ’’ স্লোগান দেওয়া থেকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে। খেলার মাঠে আমরা যা দেখি, এটি তার সম্পূর্ণ বিরোধী।’

এছাড়া আরেকটি ভিডিওতে পাকিস্তানের সমর্থনে লেখা পোস্টার সরিয়ে ফেলতে বলার ‍অভিযোগ করা হয়েছে। স্বাভাবিকভাবে পাকিস্তানের সমর্থক কম থাকায় ভারতীয়দেরও অনেকে পাকিস্তানের সমর্থনে পোস্টার নিয়ে এসেছে। যেখানে বাবর আজমের জন্য তাদের স্লোগান দিতে দেখা যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ