ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে পাত্তাই দিলো টিম ইন্ডিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৯ ২১:৫৪:০৭
বাংলাদেশকে পাত্তাই দিলো টিম ইন্ডিয়া

ভারতের ব্যাটিংয়ে শুরুটা হয় অনেক ভালো। উদ্বোধনী জুটিতে তারা ৮৮ বলে ৯৩ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল।

ফিফটি করার দুই রান আগে রোহিতকে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন হাসান মাহমুদ। তবে গিল ঠিকই তুলে নেন ফিফটি। এরপর তাকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ।ইনিংসের ত্রয়োদশ ওভারে হাসান মাহমুদের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন রোহিত। ৪০ বলে ৪৮ রান নিয়ে বিদায় নেন তিনি। তবে একপ্রান্তে লড়ে গিয়ে ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন গিল। এরপর আর তিন রান যোগ করতেই বিদায় নিতে হয় তাকে। মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম ও লিটন দাসের পঞ্চাশোর্ধ ইনিংসের পর শেষদিকে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ২৫৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারত জয়ের দ্বার প্রান্তে পৌছে যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ