ভারতকে চ্যালেঞ্জিং রানের টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ, সর্বশেষ স্কোর

গত ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে। এই আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামে আফগানিস্তানের বিপক্ষে। এই দিন থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন।
০৭অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খুব দারুণ ক্রিকেট খেলে ০৬উইকেটএর দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে। কোন আসরে যখন কোন দল জয় দিয়ে যাত্রা শুরু করে তখন নির্দ্বিধায় বলা যায় সেই আসর সেই দলের জন্য শুভ। কিন্তু বাংলাদেশের জন্যই এই আসর কতটা শুভ তা এখনো অব্দি বলা যাচ্ছে না যদিও বিশ্বকাপের মিশন শুরু করে জয় দিয়ে তারপর দেখতে হয় পরপর দুটি বড় অঘটন।
দশ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল, প্রতিপক্ষ তখন ইংল্যান্ড। এই দিন ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট দল অনেক বড় ব্যবধানে পরাজয় বরণ করেন। এই পরাজয়টা ছিল ১৩৭ রানের। প্রথম ম্যাচ খেলে যেখানে পয়েন্ট টেবিলে বাংলাদেশ দল শেষ চারে অবস্থান করছিল ঠিক দ্বিতীয় ম্যাচ হেরে রান রেটের দিক থেকে বাংলাদেশ দল ততটা পিছিয়ে যায়। এই আসরে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও বাংলাদেশ খুব বাজে ভাবে হারে। কোন প্রকার লড়াই করতে দেখা যায়নি নিউজিল্যান্ডের বিপক্ষেও।
চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। এই ম্যাচে থাকছে সাকিব। বাংলাদেশের একাদশে দুই পরি বরতন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে খেলছে টাইগাররা। সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। দলে বোলিং ইউনিটে ভারসাম্য আনতেই নেওয়া হয়েছে তাকে। এছাড়া বাংলাদেশ দলে এসেছে আরও এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ।
কোহলির তিন বলঃ
ইনিংসের নবম ওভারে বল করতে এসে ঠিকমতো পা ফেলতেই পারছিলেন না হার্দিক পান্ডিয়া। লিটনের শট আটকাতে গিয়ে চোট পান হার্দিক। আবার বল করতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। উঠে যেতে হয়েছে তাকে। পান্ডিয়ার অসমাপ্ত ওভার করতে আসেন বিরাট কোহলি। মুলত এই ইনজুরি নিয়ে তিনি মাঠ ছাড়েন।
বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং জুটির রেকর্ডঃ
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ওপেনিং জুটির রেকর্ড গড়েছে টাইগাররা। দীর্ঘ ২৪ বছর পুরোনো রেকর্ড নিজেদের করে নিলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির মালিক এখন তারা। দলীয় ৯৩ রানে এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন তামিম। তবে তার আগেই রেকর্ড গড়ে এই উদ্বোধনী জুটি।
চোট পেয়ে হাসপাতালে হার্দিক-
বাংলাদেশের ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। প্রথম বলটি ডট করলেও দ্বিতীয় ও তৃতীয় বলে চার মেরেছিলেন লিটন। তৃতীয় বলে স্ট্রেইট ড্রাইভ করেছিলেন বাংলাদেশি এই ওপেনার। বলটি পা দিয়ে ফেরাতে গিয়ে অপ্রস্তুতভাবে পড়ে যান হার্দিক। পড়ে বাঁ পায়ে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার। এরপর মাঠেই সেবা নিতে দেখা যায় তাকে। পায়ে অস্বস্তি থাকায় এরপর মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে ওভার সম্পন্ন করেন বিরাট কোহলি। জানা গেছে ম্যাচ চলাকালীনই স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে হার্দিককে।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে মুশফিকের অন্যরকম মাইলফলক
বিশ্বকাপের ইতিহাসে নিজের ব্যক্তিগত ১ হাজার রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল মাত্র চার রানের। ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে নে রেকর্ড গড়ে ফেললেন তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে ১ হাজার রান পূর্ণ হলো মুশফিকের।
তবে পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির, যেখানে তাঁর সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। মুশফিক ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩২ ইনিংস। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যে পথচলা শুরু তার, আজ ভারতের বিপক্ষে নেমে ছুঁয়েছেন এই মাইলফলক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ বাংলাদেশ ৫০ ওভার শেষে ৮ উইকেট ২৫৬ রান সংগ্রহ করেন। ভারতকে জিততে হলে ২৫৭ রান করতে হবে।
এক জনরে দেখে নিন নিন দুই দলের একাদশঃ
ভারত একাদশঃ রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
বাংলাদেশঃ ২৫৬/৮ ওভারঃ ৫০ইন্ডিয়াঃ ৪৩/০ ওভারঃ ৭
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট