উড়ন্ত শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, সর্বশেষ স্কোর

মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় ৪২ রানের জুটি গড়েন। তবে একেরপর এক ডট দিয়ে দলের চাপ বাড়ান হৃদয়। ৩৫ বলে ১৬ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। দারুণ খেলতে থাকা মুশফিক ফেরেন ৩৮ রানে। এর পর ফেরেন রিদয় ১৬ রানে।
আরেকবার। লিটন দাস উইকেট ছুড়ে এলেন। শট খেলার পর থেকেই জানতেন তিনি, কী ঘটতে চলেছে। রবীন্দ্র জাদেজার প্রায় নিরীহ বলে লং অফে ক্যাচ তুলেছেন তিনি। ৮২ বলে ৬৬ রান করেই থেমেছেন।
শুরুতে সতর্ক ছিলেন। এরপর খোলস ছেড়ে বের হন। মাঝে দারুণ নিয়ন্ত্রণেই ছিলেন। তবে ইনিংসটা আর বড় করতে পারলেন না।মোটেও স্বস্তিতে ছিলেন না মিরাজ। তাঁকে মুক্তি দিলেন সিরাজ। ১৩ বলে ৩ রান করে ডাউন দ্য লেগের বলে কট বিহাইন্ড হয়েছেন চারে আসা মিরাজ, উইকেটের পেছনে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে। নিজের বাঁ দিকে ডাইভ দিয়ে ভালো ক্যাচ নিয়েছেন রাহুল।
মিরাজকে আজ চারে পাঠানোর পেছনে কারণ কী, সেটি অবশ্য নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে এমনই হচ্ছে!
সাকিবের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। বাদ দেওয়া হয়েছে তাসকিন আহমেদকেও, তাঁর জায়গায় এসেছেন হাসান মাহমুদ। অপরিবর্তিত আছে ভারত একাদশ।
পরের শটটি হয়ত এখনকার মধ্যে সবচেয়ে সেরা। এবার ক্রিজেই ছিলেন। ফুললেংথ থেকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা।
লেংথ থেকে যখন কাজ হচ্ছে না, শর্ট লেংথে করেছিলেন যশপ্রীত বুমরা। হুক করে ইনিংসের প্রথম ছক্কাটি তাতে মেরেছেন তানজিদ। পরের ওভারে ডাউন দ্য গ্রাউন্ডে এসে মোহাম্মদ সিরাজকে কাভারের ওপর দিয়ে তুলে মেরেছেন আরেকটি চার। সেখানেই শেষ নয়। এরপর আবার ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে মারা চারটি স্ট্রেইট ড্রাইভে। তানজিদ আক্রমণাত্মক। ইতিবাচক শুরু বাংলাদেশের।
নবম ওভারে শার্দুল ঠাকুর। ব্যাক অব আ লেংথ থেকে ওঠা বলে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা। এ পিচে ব্যাটিংটা উপভোগ করছেন তানজিদ। ওই ছক্কায় ৫০ পেরিয়ে গেছে বাংলাদেশ। ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিড অনের ওপর আরেকটি চার। এবারও ব্যাক অব আ লেংথেই ছিল। তবে পেসারদের বিপক্ষে নিয়মিতই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছেন তানজিদ ও লিটন। সেটিই শেষ নয়।
কুলদীপ যাদবকে সুইপের চেষ্টা করেছিলেন। তবে ফ্ল্যাট বলটির লাইন মিস করে গেছেন পুরোপুরি। ৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ তানজিদ, রিভিউও করেননি। সেটি করলে লাভও হতো না। ভারত পেয়েছে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি।
সর্বশেষ ক্রিজে ছিলেন নাসুম ৭ বলে ২ রান এবং রিয়াদ ২১ বলে ১৬ রান।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- বিনিয়োগকারীদের জন্য বড় খবর: ৩০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- বরবাদ, দাগীসহ ঈদের ৭ সিনেমার আয়: ১৭ দিনে মোট কত কোটি টাকা সংগ্রহ?