ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পুনের মাঠে ভয়ের আরেক নাম কোহলি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৮ ১৮:১০:৩৯
পুনের মাঠে ভয়ের আরেক নাম কোহলি

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসে ভরা বাংলাদেশ পরের দুটি ম্যাচেই হেরেছে। ২ পয়েন্ট হাতে থাকলেও রান রেটের কারণে কোনো অবকাশ পায়নি টাইগাররা। বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে তারা। এর পাশাপাশি দলের বিরুদ্ধে নানা ধরনের পরোক্ষ সমালোচনাও করা হচ্ছে।

ভারতীয় দলের অবস্থা উল্টো। দ্য মেন ইন ব্লু তিন ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। দলের ব্যাটসম্যানরা ছন্দে আছেন। তবে পুনেতে ম্যাচ হলে বাংলাদেশের জন্য বাড়তি চিন্তার নাম ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। এই বিশ্বকাপে নিজের নামে দুটি রেকর্ড গড়েছেন তিনি। টাইগারদের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন কোহলি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলা হয়েছে। এসবের মধ্যেই ছিলেন ভারতের বিরাট কোহলি। আর এই সাত ম্যাচে তার পরিসংখ্যান চোখ খুলে দেওয়ার মতো। ব্যাটিং ফ্রেন্ডলি এই মাঠে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৪৪৮ রান করেছেন কোহলি।

কোহলি এই মাঠে ৬৪ গড়ে এবং ৯২ এর দুর্দান্ত স্ট্রাইক রেটে রান করেছেন। ৭ ইনিংসে রয়েছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। ফিল্ডিং বাদ দিলেও বাংলাদেশের বিপক্ষে কোহলির রেকর্ডটা বেশ ভয়ের। টাইগারদের বিপক্ষে এখন পর্যন্ত তার রেকর্ড চমৎকার।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ বার ব্যাট করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। তাতে কোহলি করেন ৮০৭ রান। গড় ৬৭.২৫ এবং ১০১ এর বেশি স্ট্রাইক রেট দেখায় যে তিনি টাইগারদের বিরুদ্ধে কতটা সাবলীল। এছাড়া টাইগারদের বিপক্ষে বিরাটের নামে ৪টি সেঞ্চুরি রয়েছে। ২০১১ সালে ঢাকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টাইগারদের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন কোহলি। পুনে ম্যাচে এই ব্যাটসম্যানের দিকে আলাদা নজর রাখতে হবে বাংলাদেশকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ