ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৮ ১৭:০৭:১৯
৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। যেখানে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে চাপে কিউই দল।

বুধবার চেন্নাইয়ে আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। আফগান গণহত্যা মিশনে পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের জায়গায় দলে ফিরেছেন উইল ইয়ং।

কিউই দলের হয়ে ইনিংস শুরু করেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ম্যাচের শুরু থেকেই সাবধানে খেলতে থাকেন দুজনেই। এই জুটি সহজেই 6 ওভার পূর্ণ করে। সপ্তম ওভারে চার মারেন মুজিব উর রহমান।

মুজিবের বলে এলবিডব্লিউ হন কনওয়ে। আম্পায়ার প্রথমে আউট না দেওয়ায় আফগানিস্তান রিভিউ নেয়। এ সময় দেখা যায় বল স্ট্যাম্পে লেগেছে। তাই ২০ রানে ফিরতে হয় কনওয়েকে।

এরপর ক্রিজে আসেন রচিন রবীন্দ্র। রান বই খোলার আগেই মুজিবের বলে হাশমতউল্লাহকে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ হারালেন আফগান অধিনায়ক।

রবীন্দ্র তার জীবন নিয়ে খেলছে। ম্যাচের ১৮তম ওভারের প্রথম বলে রশিদকে চার মেরে তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের ৭ম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর কিউই ব্যাটসম্যানরা আসেন এবং যান। ম্যাচের ২১তম ওভারে ফেরেন রচিন রবীন্দ্র (৩২) ও উইল ইয়ং (৫৪)। পরের ওভারে নিজের উইকেট তুলে দেন ড্যারিল মিচেল।

রশিদ খানের কাছ থেকে বল পুল করার সময় মিচেল শর্ট মিডউইকেটে জাদরানের হাতে ক্যাচ দেন। আউট হওয়ার আগে একজন ব্যাটসম্যান করেন 1 রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে কিউই দল। এখন টম ল্যাথাম গ্লেন ফিলিপসের সাথে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ