ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভারতীয়দের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৮ ১২:২৮:১৭
ভারতীয়দের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

চলমান বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয় এখনো তাজা। তবে আহমেদাবাদের নরেন্দ্র স্টেডিয়ামে সেদিন ভারতীয় জনতার আচরণ ভুলতে পারেন না তিনি। ভিসা অনুমোদনের কারণে পাকিস্তানি সমর্থক ও সাংবাদিকরা ম্যাচে অংশ নিতে পারেননি। আইসিসির সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে নতুন করে অভিযোগ করেছেন তিনি। তিনি দাবি করেন, ভারতীয় ভক্তরা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে 'ন্যায্য' আচরণ করেন না।

১৪ অক্টোবর আহমেদাবাদে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ উপস্থিত ছিলেন। বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের টানা অষ্টম পরাজয়ের সাক্ষী তিনি। দলের পারফরম্যান্সে তিনি খুবই হতাশ। তবে বিশ্বকাপের মাঝপথে বাবর আজমের মনোবল ধরে রাখতে এই হারকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না জাকা আশরাফ। তাই ক্রিকেটারদের ম্যাচ নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।

পরে সোমবার আশরাফ দেশে ফিরে ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভারতীয় সমর্থকদের আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ পাঠায় পিসিবি। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় এবার ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি ভক্তদের অনুপযুক্ত আচরণ নিয়ে আরেকটি অভিযোগ উঠেছে।

পিসিবির এক আধিকারিক বলেছেন, “পিসিবি চেয়ারম্যান অনেক বিষয়ে অসন্তুষ্ট। আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ দেখার সময় তিনি অনেক কিছুই লক্ষ্য করেন। সব মিলিয়ে সে খুবই দুঃখিত। তার সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের ব্যবহারও যথাযথ ছিল না।

এর আগে পাকিস্তানের বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, বাবর-রিজওয়ানের প্রতি দর্শকদের আচরণ গ্রহণযোগ্য নয়। পুরো ম্যাচ চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নানা ধরনের কটূক্তি করা হয়। টসে এলে বাবরকে দেওয়া হয় দুটি উইকেট। এছাড়াও, ড্রেসিংরুমে ফিরে যাওয়ার সময় মোহাম্মদ রিজওয়ানের কথা শোনার পরে, আহমেদাবাদের দর্শকরা ধর্মীয় 'জয় শ্রী রাম' স্লোগান দিতে থাকেন।

সেদিন ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশের সমালোচনা করেছিলেন পাকিস্তান দলের পরিচালক মিকি আর্থারও। তিনি দাবি করেন, স্টেডিয়ামের পরিবেশ দেখে মনে হয় না এটা আইসিসির কোনো প্রতিযোগিতা। পরিবেশটা দ্বিপাক্ষিক সিরিজের মতো। এটা দেখে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে শুধু বললেন, 'আইসিসি সব সময় চেষ্টা করে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা সফল করতে। তবুও সবসময় কিছু অভিযোগ এবং সমালোচনা আছে.

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ