ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাংবাদিকদের সাথে খারাপ আচরণের ইস্যুতে ব্যাখ্যা দিলেন লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৬ ১১:২৬:৫০
সাংবাদিকদের সাথে খারাপ আচরণের ইস্যুতে ব্যাখ্যা দিলেন লিটন

পুনের টিম হোটেলে অপ্রত্যাশিত দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। টিম হোটেল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের তলব করায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমনটাই গতকাল জানানো হয়েছে বিভিন্ন গনমাধ্যমে।

চেন্নাইয়ে নিউজিল্যান্ডের কাছে হারের পর শনিবার (১৪ অক্টোবর) পুনে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে তাদের কোনো অনুশীলন ছিল না। রোববার (১৫ অক্টোবর) কোনো প্রশিক্ষণ না থাকায় ভারতে বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকরা প্রধান নির্বাচক মিনহাজুল আবিদীন নানুর সঙ্গে দেখা করতে টিম হোটেলে যান।

নিয়ম অনুযায়ী হোটেলের টিম লবিতে অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। তখন বাংলাদেশ ক্রিকেটাররা ছোট ছোট দলে মধ্যাহ্নভোজে বেরিয়ে পড়তেন। অনেক ক্রিকেটার বেরিয়ে এলেও সাংবাদিকদের সঙ্গে শুধু হ্যালো-হ্যালো বলার জন্যই কথা বলেছেন।

লিটন দাসও মধ্যাহ্নভোজের জন্য বের হন। লবিতে সাংবাদিক দেখেই যেন দলের টিম ম্যানেজারের ভূমিকা নেন তিনি। নিরাপত্তাকর্মী ডেকে জিজ্ঞেস করেন সেখানে সাংবাদিক কেন। এরপর ক্রিকেটারদের ভিডিও করা হচ্ছে এমন অভিযোগ করে হোটেল থেকে তাদের বের করে দিতে বলেন তিনি।

লিটনের চাওয়া মতো সাংবাদিকদের হোটেল থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন হোটেলের নিরাপত্তাকর্মী। এই ঘটনায় এবার ক্ষমা চাইলেন জাতীয় দলের এই ওপেনার।

সোমবার (১৬ অক্টোবর) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে লিটন বলেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বকীকার্য।’

ব্যাট হাতে রান না পাওয়া লিটনের এমন আচরণে হতবাক হয়েছেন জাতীয় দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়ালরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ