ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ডিফেন্স চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সাফ উড়িয়ে দিল আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৫ ২২:১০:০৮
ডিফেন্স চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে সাফ উড়িয়ে দিল আফগানিস্তান

ভারতের ১৩তম বিশ্বকাপ ম্যাচে আজ ১৫ অক্টোবার রোববার মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা দুপুর ২.৩০ মিনিটে। ড়ি আসরের প্রথম দুইটি ম্যাচে ইংল্যান্ড দারুন ভাবে জয় ল্যাব করে।

সেই ধারা বজায় রাখতে এবং আফগানিস্তানকে পরাজিত করে ‘হ্যাটট্রিক’ জয় তুলে নিতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে আফগানিস্তান। এমন পরিস্থিতিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ আফগানিস্তান ৫০ ওভার ১০ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেন। সুতরাং ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪০ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করেন। ফলে আফগানরা ৬৯ রানে জয় পায়। যেটা বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম জয়।

ইংল্যান্ড একাদশঃ

জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।

আফগানিস্তান একাদশঃ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নাভেন উল হক ও ফজল হক ফারুকি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ