ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক ঘোষণা করেছে দেখে নিন কে সে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৫ ১৪:৪৯:৩৮
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক ঘোষণা করেছে দেখে নিন কে সে

বিশ্বকাপে ভারতের অধিনায়করা বড় বাধার মধ্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়েছেন দুই অধিনায়ক সাকিব আল হাসান ও কেন উইলিয়ামসন। এর মধ্যে সাকিব পর্যবেক্ষণে থাকলেও ছিটকে গেছেন কিউই অধিনায়ক। এর মধ্যে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তার জায়গায় এসেছেন রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় থাকা চমিকা করুণারত্নে। ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ খেলেছেন চলতি বছরের মার্চে।

আইসিসির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা বলছেন, '২৩টি ওয়ানডে খেলা করুণারত্নকে শানাকার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডান উরুর পেশীতে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শানাকা। তিনি ১০ অক্টোবর ইনজুরি নিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ খেলেছেন। চোট থেকে সেরে উঠতে তার কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।

শানাকার বিকল্প হিসেবে চামিকাকে নির্বাচিত করা হলেও বিশ্বকাপের পরের ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দেবে কে তা নিয়ে ক্রিকেট বিশ্ব ভাবছিল। সেই প্রশ্নের উত্তরও মিলেছে। বিশ্বকাপের বাকি ম্যাচের জন্য শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে কুশল মেন্ডিসকে। দলের সহ-অধিনায়ক ছিলেন।

ইনজুরি-প্রবণ শ্রীলঙ্কা বিশ্বকাপে যাওয়ার আগেই বিপর্যস্ত হয়ে পড়েছে। এরপর তাদের বিশ্বকাপ যাত্রাও সুখকর হয়নি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সর্বোচ্চ ৪২৮ রান করে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা ৩৪৫ রান করে এবং পাকিস্তানের কাছে হেরে যায়। চারটি দল এখনো বিশ্বকাপ জিততে পারেনি। শ্রীলঙ্কা তার মধ্যে একটি। এমন পরিস্থিতিতে শানাকাকে হারানো লঙ্কানদের আরও পিছিয়ে যেতে পারে!

চলমান বিশ্বকাপে ব্যাট হাতে লঙ্কানদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুশল মেন্ডিস। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও অধিনায়কত্ব করেন তিনি। চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন কুশল। লঙ্কান টিম ম্যানেজমেন্ট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছে। দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, "দাসুন শানাকা বিশ্বকাপের বাইরে থাকলেও আপাতত দলের সাথেই থাকবেন।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ