ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচসেরা হলেন যিনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৪ ২১:০৮:৫১
ভারত-পাকিস্তান ম্যাচে ম্যাচসেরা হলেন যিনি

এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সহ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আজ বাংলাদেশ সময় ২টা ৩০ মনটে চলমান ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানে।

১৩তম ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী ঘোষণার পর থেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ তুঙ্গে। আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। ভারত-পাকিস্তানম্যাচের টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছিল। ভারতের সামনে টার্গেট ছিল ১৯২ রানের। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেন। ফলে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় ভারত।

পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচে দুর্দান্ত বোলিং করেন জসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিং তাণ্ড দেখিয়ে ১০ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন এই ভারতীয় পেসার। এর সুবাদে এই ম্যাচে ম্যাচ সেরা হন তিনি।

ভারতের একাদশঃ

টিম: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশঃ

আব্দুল্লা শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ