ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাকিবের পেশী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা  ভারতের বিপক্ষে খেলবেন কিনা দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৪ ১৫:৫০:১৬
সাকিবের পেশী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা  ভারতের বিপক্ষে খেলবেন কিনা দেখে নিন

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান সাকিব আল হাসান। এরপর ম্যাচ শেষ হওয়ার আগেই হাসপাতালে ছুটে যেতে হয় তাকে। যে কারণে ম্যাচ শেষে ছিলেন না সাকিব। আজ দল সূত্রে খবর, তার পেশি ছিঁড়ে গেছে।

সাকিবের চোটের চূড়ান্ত প্রতিবেদন এখনো পায়নি বাংলাদেশ। প্রতিবেদন পাওয়ার পর বাকিটা জানা যাবে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "ওর (সাকিবের) পেশি ছিঁড়ে গেছে, রিপোর্ট এখনো আসেনি। আশা করি ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারব।

দলের ব্যাটিং বিপর্যয়ের পর চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতেই লড়াই করেছিলেন টাইগার অধিনায়ক। পরে সবকিছু মানিয়ে নেন। তবে রচিন রবীন্দ্রের কাছ থেকে সিঙ্গেল নিতে গিয়ে থাই স্ট্রেনের শিকার হন সাকিব। ফিজিও তাৎক্ষণিক ক্ষেত্রে কিছু সেবা দেন

পরে, অধিনায়ক আবার ব্যাট করে, আউট হওয়ার আগে ৪০ রান করেন। এরপর বল হাতে ১০ ওভারের কোটা পূরণ করেন তিনি। পরে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা হাসপাতালে চলে যান তিনি।

ম্যাচের পর ম্যাচের উপস্থাপনায় কথা বলতে আসেননি সাকিব। আর অধিনায়কের বদলে আসেন সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এ সময় তিনি (সাকিব) স্ক্যানের জন্য হাসপাতালে যান। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই চোটের তীব্রতা বুঝতে পারবে টিম ম্যানেজমেন্ট।

সাকিবের ইনজুরির কারণে বাংলাদেশের ভক্তরা এখন দুশ্চিন্তায়। তিন ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখতে বড় ভরসা হতে পারেন সাকিব। এমন পরিস্থিতিতে অধিনায়ক না থাকাটা দলের জন্য বড় সমস্যা। সেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ দল। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে খেলতে পারবেন সাকিব?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ