ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

যে কারণে বাবর আজমকে টুইট করা নিষিদ্ধ করেছে পিসিবি দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৪ ১৫:২৬:৪৮
যে কারণে বাবর আজমকে টুইট করা নিষিদ্ধ করেছে পিসিবি দেখে নিন

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শনিবার (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। ঠিক তার আগেই পাকিস্তান শিবিরে (এখন এক্স) টুইট নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ, ভারত ম্যাচের আগে বা পরে সোশ্যাল মিডিয়া টুইটারে কোনও পোস্ট করতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার ও কর্মীরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে যে কোনও পাকিস্তানি ক্রিকেটার বা সহায়তা কর্মী এক্স হ্যান্ডেলে টুইট করতে পারবেন না।

মূলত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার পর পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের একটি টুইট; সেই টুইটে তিনি তার শতভাগ উৎসর্গ করেছেন গাজায় সংগ্রামরত ভাই-বোনদের জন্য।

এর পরেই প্রধান বাধা। রিজওয়ানকে নিষিদ্ধ করার দাবি ওঠে। তাই এই ঝুঁকি এড়াতে ক্রিকেটারদের টুইট নিষিদ্ধ করছে দেশটির ক্রিকেট বোর্ড।

এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ১৩৪টি ওডিআই ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। পাকিস্তান জিতেছে ৭৩টিতে, আর ভারত জিতেছে ৫৬টিতে। ৫ ম্যাচে আর কোনো ফলাফল আসেনি।

ওয়ানডে বিশ্বমঞ্চের পরিসংখ্যানে পিছিয়ে পাকিস্তান। ওডিআই বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে সাতবার জয়হীন হয়েছে গ্রিন মেনরা। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রেখেছে ভারতীয়রা। এই বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জিততে বাবর আজমকে ১৯৯২ বিশ্বকাপ থেকে অপেক্ষা করতে হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ