ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হারতে হারতে  পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তলানির কোথায় দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৪ ১২:৩৭:৪৪
হারতে হারতে  পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান তলানির কোথায় দেখে নিন

প্রথম ম্যাচে আরামদায়ক জয়ের পর টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হার। বাংলাদেশের বিশ্বকাপ মিশনের তিনটি ম্যাচ শেষ। দুই শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে পরাজিত হয় তারা। নামের পাশে ২ পয়েন্ট যোগ হলেও বাংলাদেশের অস্বস্তির নাম রান রেট। হোম রান-রেট নেগেটিভ টাইগার শিবিরে উদ্বেগ বাড়িয়েছে।

দ্বিতীয় রাউন্ড শেষে চোকারদের জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের নেট রান রেট ২.৩৬০।দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রান রেট ১.৯৫৮। বাংলাদেশের সঙ্গে জয়ের পর এই দুই জায়গার অবস্থান রদবদল হয়েছে। এই মুহূর্তে শীর্ষে উঠেছে নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

অন্যদিকে তৃতীয় ম্যাচে হারের পরও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। তবে কিউইদের বিপক্ষে ৮ উইকেটের পরাজয় তাদের নেট রান-রেট কমিয়ে এনেছে। টাইগারদের নেট রান রেট এখন -০.৬৯৯ । এক জয় ও এক পরাজয় নিয়ে তাদের এক ধাপ উপরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পয়েন্ট সমান হলেও নেট রান রেট দেখে স্বস্তি পেয়েছে তারা। তাদের নেট রান রেট ০.৫৫৩

বিশ্বকাপের চলতি আসরে জয়ের মুখ দেখেনি চার দল। তারা হল শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তবে রান রেটের ভিত্তিতে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তবে যে কোনো জয়ই বাংলাদেশের ওপর দিয়ে যেতে পারে।

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৯ তারিখ। পুনেতে দিনের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। পুনের ব্যাটিং স্বর্গে বাংলাদেশ তাদের রান রেট বাড়াতে পারে কি না সেটাই দেখার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ