ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভারত পাকিস্তান ম্যাচের  পিচ বানিয়েছে আইসিসি নাকি বিসিসিআই, এমন প্রশ্ন ছুড়লেন হাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ অক্টোবর ১৪ ১২:২৭:২৭
ভারত পাকিস্তান ম্যাচের  পিচ বানিয়েছে আইসিসি নাকি বিসিসিআই, এমন প্রশ্ন ছুড়লেন হাফিজ

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনায় ভরপুর থাকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে তো প্রশ্নই ওঠে না। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ হয়।আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের আগে, দুই দেশের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ এবং আকাশ চোপড়া কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন।

বিশ্বকাপে ভারতের একই মাঠে দুটি পিচের ভিন্ন আচরণ নিয়ে বিতর্ক রয়েছে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের কথাই ধরুন। চিদাম্বরমের পিচ স্পিন হেভেন নামে পরিচিত। এই মাটিতে নিজেদের প্রথম ম্যাচে স্পিন দিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। তবে গতকাল চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে পিচের ভিন্ন রূপ দেখা গেছে। সেখানে স্পিন সেভাবে ধরেনি।

ম্যাচ শুরুর আগেই এমন অভিযোগ করেন হাফিজ। দেশটির প্রাক্তন অলরাউন্ডার পাকিস্তানের রাষ্ট্রীয় ক্রীড়া চ্যানেল পিটিভি স্পোর্টসকে বলেছেন, "আমাদের দেখতে হবে কে পিচে সিদ্ধান্ত নিচ্ছে - আইসিসি বা বিসিসিআই।" এখন পর্যন্ত ৩টি ভেন্যুতে দুটি করে ম্যাচ হয়েছে (বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগে)-হায়দরাবাদ, দিল্লি এবং ধর্মশালা। ওই ৩টি ভেন্যুতে একই রকম পিচ দেখা গেছে। চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের পিচ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মতো মনে হলে বুঝতে হবে আইসিসি সিদ্ধান্ত নিচ্ছে। আর যদি পিচ পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে কে (ভারত) লাঠিসোটা ঘোরাচ্ছে।'

হাফিজ আরও দাবি করেছেন যে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ভারতের প্রভাব বিস্তারের সুযোগ নেই, বিসিসিআই বিশ্বকাপে আইসিসিকে প্রভাবিত করতে পারে না। পিচ কিউরেটরদের আইসিসির নির্দেশিকা অনুযায়ী কাজ করা উচিত।'' চেন্নাইয়ের দুটি ব্যতিক্রমী পিচের ছবিও পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল।

হাফিজের এই অভিযোগের জবাব দিলেন আকাশ চোপড়া। আকাশ, একজন ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়, হাফিজকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। হাফিজের পোস্ট শেয়ার করে প্রাক্তন ভারতীয় টেস্ট ওপেনার লিখেছেন, 'ভাই, চেন্নাই সহ ভারতের অন্যান্য ভেন্যুগুলোর পিচগুলো এখন ভিন্ন মাটি দিয়ে তৈরি। লাল-কালো এবং মিশ্র। আপনি অবশ্যই জানেন যে পিচগুলি ভিন্নভাবে আচরণ করে যখন সেগুলি বিভিন্ন মাটি দিয়ে তৈরি করা হয়। তাই পিচে ব্যাপক পরিবর্তন দেখে অবাক হওয়ার কিছু নেই। পিচের ক্ষেত্রে মাটির চরিত্রও বুঝতে হবে।

ভারতীয় দল পিচের সুবিধা নিচ্ছে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে, তবে ঘরের মাঠে বিশ্বকাপে ভ্রমণের সবচেয়ে বড় ঝামেলা পোহাতে হবে তাদের।

এবারের বিশ্বকাপ ভারতের নয়টি রাজ্যের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। সূচি অনুযায়ী, শুধুমাত্র স্বাগতিক ভারতের এক ভেন্যুতে একাধিক ম্যাচ নেই। প্রথম পর্বের ৯টি ম্যাচ খেলতে ৩৪ দিনে প্রায় ৮ হাজার ৩৬১ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে রোহিত শর্মার দলকে। সে তুলনায় পাকিস্তান দল অনেক কম- ৬ হাজার ৮৪৯ কিমি।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। হাফিজ-আকাশের বাকযুদ্ধের পর এখন মাঠের লড়াই দেখার অপেক্ষা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ